রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫, ০৬:৩০:২৫

স্মিথের চাওয়া একটাই

স্মিথের চাওয়া একটাই

স্পোর্টস ডেস্ক: হাঁটুতে সমস্যা নিয়ে স্টিভেন স্মিথ বলেছিলেন, "আমার বয়স ২৬। কিন্তু দৌড়াচ্ছি ৩৬ বছরের মানুষের মতো।" স্মিথের এই সমস্যার কারণে ভারতের বিপক্ষে আগামী মাসের সীমিত ওভারের সিরিজে বিশ্রাম দেয়ার কথা উঠলেও অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ বিশ্রাম চান না। এই মৌসুমে অস্ট্রেলিয়ার প্রত্যেকটি ম্যাচ খেলতে চান তিনি। হাঁটুতে সমস্যার কারণে বিগ ব্যাশে খেলার কথা থাকলেও তিনি খেললেন না। বরং নিজেকে বিশ্রামের রাখলেন। সিডনি সিক্সার্সের খেলোয়াড় তিনি। গত কয়েক মাসে অনেক চাপ গেছে। তারপরও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন মেলবোর্ন ও সিডনি টেস্ট খেলবেন স্মিথ। এরপর আগামী মাসে ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও খেলবেন। মাঝে ১৪ দিনের বিশ্রাম। স্মিথ বলছেন, "প্রত্যেকটা খেলা খেলতে ভালো লাগবে আমার। আমি মনে করি এই ছোটো ছুটিটাই আমাকে সব মানিয়ে নিতে তৈরি করবে। সামনে যা আসে তার সবকিছুর দিকে আমার চোখ। আশা করছি প্রত্যেক খেলায় মাঠে থাকতে পারবো।" এর সাথে তিনি যোগ করেছেন, "এই বিশ্রাম আমার জন্য ভালো হবে আশা করি। বক্সিং ডে'র জন্য তৈরি আমি।" গত আগস্টে ইংল্যান্ডে ওয়ানডে সিরিজ খেলার সময় হাঁটুর ইনজুরিতে পড়েন স্মিথ। মাঝে সেরেছিল। আবার সেটা দেখা দেয় হোবার্টের প্রথম টেস্টের সময়। এই জন্যই বিগ ব্যাশ থেকে বিশ্রাম নেন স্মিথ। ২০ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে