রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫, ০৬:৫৬:৩১

এবার রাজনৈতিক লড়াই ক্রিকেটাঙ্গনে

এবার রাজনৈতিক লড়াই ক্রিকেটাঙ্গনে

স্পোর্টস ডেস্ক: এবার রাজনৈতিক লড়াই এসে জমলো ভারতীয় ক্রিকেটাঙ্গনে। সে লড়াইয়ে ক্রিকেটের সাবেক-বর্তমান তারকারাও বিভক্ত হয়ে পড়েছেন। দিল্লি সরকারের অফিসে সিবিআইয়ের হানা দেওয়ার ঘটনায় ক্রিকেটাঙ্গনে এমনটি হচ্ছে বলে ধারণা করছেন অভিজ্ঞ মহল। আম আদমি পার্টির অভিযোগ, অরুণ জেটলি দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি থাকাকালে ব্যাপক দুর্নীতি হয়েছে। তাতে সায় দিয়ে সাবেক ক্রিকেটার বিষেন সিংহ বেদী বলেছিলেন, আমি অরবিন্দ কেজরিওয়ালের কাছে কৃতজ্ঞ। তিনিই প্রথম দিল্লির মুখ্যমন্ত্রী যে ডিডিসিএ-এর দুর্নীতি নিয়ে ভাবনা-চিন্তা শুরু করেন। কেজরিওয়ালের ক্ষমতা আছে এই দুর্নীতির বিরুদ্ধে কাজ করার। আর এ ইস্যু নিয়ে বিতর্কে জাড়ালেন নরেন্দ্র মোদি সরকারের কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তার হয়ে ব্যাট ধরেছেন দুই তারকা ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ ও গৌতম গম্ভীর। ফলে বোঝাই যাচ্ছে যে, লড়াই জমে ওঠেছে। এ লড়াই নতুন আর কোনো ক্রিকেটার যুক্ত হন তাই এখন দেখার বিষয়! ২০ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে