রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫, ০৭:০৯:০৬

অস্ট্রেলিয়ার আচরণে ওয়েস্ট ইন্ডিজের কোচ হতাশ

অস্ট্রেলিয়ার আচরণে ওয়েস্ট ইন্ডিজের কোচ হতাশ

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার আচরণে ওয়েস্ট ইন্ডিজের কোচ ফিল সিমন্স হতশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে হোবার্ট ও মেলবোর্ন টেস্টের মাঝে লম্বা বিরতি ছিল। এই সময়ে একটি চার দিনের প্রস্তুতি ম্যাচের পরিবর্তে উল্টো তাদের দেওয়া হলো একটি দুই দিনের ম্যাচ। তাও আবার ভিক্টোরিয়ার দ্বিতীয় সারির দলের বিপক্ষে। অস্ট্রেলিয়ার এমন আচরণে রীতিমতো হতাশ হয়েছেন তিনি। রবিবারের ওই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে ৩০৩ রানে ইনিংস ঘোষণা করে। এরপর ৩ উইকেটে ১৬৯ রান করে ভিক্টোরিয়া একাদশ। ক্যারিবিয়ান ইনিংসে ফিফটি ছিল ক্রেগ ব্রাথওয়েট ও জারমেইন ব্লাকউডের। তবে ব্যাপার হলো ভিক্টোরিয়ান বোলিং অ্যাটাকে একজনও ফার্স্ট ক্লাস এমনকি অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড়ও ছিলেন না। এই দুই দিনের ম্যাচ দুই টেস্টের মাঝখানে ১৪ দিনের বিরতিতে একমাত্র খেলা। অথচ দুই দিনের পরিবর্তে ম্যাচটি যদি চারদিনের হতো তাহলে খেলোয়াড়দের অলস বসে থাকতে হতো না। সিমন্স বলেছেন, "মাঝে যখন লম্বা বিরতি দেখে অন্তত একটা চার দিনের ম্যাচ চেয়েছিলাম। কিন্তু যখন সম্মতিপত্র এলো দেখলাম দুই দিনের ম্যাচ।" এ ছাড়া আরেকটি ব্যাপার আছে। দুই দিনের ম্যাচই বা কাদের সাথে খেললো ওয়েস্ট ইন্ডিজ দল? ভিক্টোরিয়া একাদশের মাত্র দুজন খেলোয়াড়ের ফার্স্ট ক্লাস খেলার অভিজ্ঞতা ছিল। তাও তাদের অভিষেক হয়েছে এই গ্রীষ্মে। ম্যাচ এমন সময়ে হলো যখন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের প্রথম সপ্তাহ শুরু হয়েছে। ভিক্টোরিয়ার প্রথম সারির প্রায় সবাই তাই ব্যস্ত ওখানে। ক্যারিবিয়ানদের দুর্বল ভিক্টোরিয়া দলের সাথে খেলা ছাড়া উপায় থাকেনি। সিমন্সের কণ্ঠ থেকে তাই হতাশা যেতেই চায় না, "প্রথম দলের সাথে খেললে ভালো লাগতো। কিন্তু বিগ ব্যাশ কেবল শুরু হওয়ায় তা কঠিন ছিল। আপনি নিশ্চয়ই সবসময় ভালো প্রতিপক্ষের সাথে খেলতে চাইবেন। লোকে যখন আমাদের ওখানে যায়...আমাদের 'এ' দল সব সময় সফরকারী দলের সাথে খেলে। আমরা যখন ওয়েস্ট ইন্ডিজের বাইরে যাই তখনও আমি এ রকম প্রতিদ্বন্দ্বিতা আশা করি।" ২০ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে