রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫, ০৭:৩৮:৪৩

সেডন পার্কে জয় দেখছে নিউজিল্যান্ড

সেডন পার্কে জয় দেখছে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক: সেডন পার্ক টেস্টে শ্রীলঙ্কার দেয়া ১৮৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৭ রান পিছিয়ে থেকে তৃতীয় দিন শেষ করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। দিনশেষে কিউইদের সংগ্রহ ৫ উইকেটে ১৪২ রান। কেন উইলিয়াম ৭৮ রানে অপরাজিত আছেন। এর আগে হ্যামিল্টনে টসে হেরে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দলপতি অ্যাঞ্জেলো ম্যাথুসের ৭৭ ও শ্রীবর্ধনার ৬২ রানে ভর করে ২৯২ রান সংগ্রহ করে সফরকারী শ্রীলঙ্কা। জবাবে লঙ্কানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৩৭ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের প্রথম ইনিংস। দলের পক্ষে প্রথম টেস্টে সেঞ্চুরি হাকানো গাপটিল সর্বোচ্চ ৫০ রান করেন। ৫৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। কিন্তু টিম সাউদি ও বোল্টদের বোলিং তোপে মাত্র ১৩৩ রানে অলআউট হয় সফরকারীরা। আর তাতে করে জয়ের জন্য নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৮৯। তৃতীয় দিন দুষ্মন্ত চামেরার দুর্দান্ত বোলিং পারফরম্যান্সে ১৪২ রানে ৫ উইকেট হারায় কিউইরা। এখন স্বাগতিকদের দরকার ৪৭ রান। হাতে আছে ৫ উইকেট। সাথে পুরো দুই দিন। অপরদিকে আগামীকাল সকালে ৪৭ রান তোলার আগেই কিউইদের গুটিয়ে দিতে চাইবে শ্রীলঙ্কার বোলাররা। এদিকে প্রথম ইনিংসে ৫ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে এখন পর্যন্ত ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে রয়েছেন লঙ্কান বোলার দুষ্মন্ত চামেরা। আগামীকাল সকালে তার ঝুলিতে আর কয়টি উইকেট যুক্ত হয় সেটাই এখন দেখার। এদিকে দুই ইনিংসে ৭ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় রয়েছেন কিউই পেসার টিম সাউদি। উল্লেখ্য, ডানেডিনে ৪ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে ১২২ রানের বড় জয় নিয়ে ইতোমধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা ২০ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে