রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫, ০৯:২৯:০৪

মামলার মুখে বিপিএলে অংশ নেয়া তিন দল

মামলার মুখে বিপিএলে অংশ নেয়া তিন দল

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে ছয় দল অংশ নিলেও আসর শুরু আগেই তাদের পুরো বকেয়া পরিশোধ করতে হয়ছে। পরে এই আসরের জন্য নতুন করে বিসিবিকে পে অর্ডার ও ব্যাংক গ্যারান্টি দিতে হয়েছে। কিন্তু দ্বিতীয় আসরের তিনটি ফ্র্যাঞ্চাইজি দুরন্ত রাজশাহী, খুলনা রয়্যাল বেঙ্গলস ও চিটাগং কিংস- এদের কাছে বিসিবির পাওনা এখনো প্রায় ২০ কোটি টাকা। এতোদিনেও টাকা না পাওয়ায় এবার বাধ্য হয়েই আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে বিসিবি। নাজমুল হাসান পাপন জানিয়েছেন এই তিন দলের বিরুদ্ধে মামলা করা হবে। রোববার এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেন, ‘তিনটি ফ্র্যাঞ্চাইজির কাছে আমাদের প্রায় ২০ কোটি টাকার মতো পাওনা আছে। সেই পাওনাটা আমরা এখন পর্যন্ত পাইনি। আজ সকালেও এটা নিয়ে কথা হয়েছে। আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থায় যাচ্ছি। আমরা তাদের বিরুদ্ধে মামলা করব।’ এবারের আসর নিয়ে নাজমুল হাসান বলেন, ‘আগে যাদের কাছে পাওনা ছিল তারা পুরো পাওনা বুঝিয়ে দিয়েই এবার অংশ নিয়েছে। আর এবার তেমন কোনো সুযোগ ছিল না। আমরা এমন ভাবেই করেছি ব্যাংক গ্যারান্টি বা সবকিছু নিয়ে।’ বিপিএলের দ্বিতীয় আসরে অংশ নেয়া তিনটি ফ্র্যাঞ্চাইজি বিপিএলের তৃতীয় আসরেও খেলেছে। তবে মালিকানা বদলেছে দুটির। আগের আসরের রংপুর রাইডার্স এবার একই নামে অংশ নিয়েছে। কিন্তু সিলেট রয়্যালসের মালিক নাফিসা কামালের এবারের দল ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এছাড়া বরিশাল বার্নার্সের মালিকক আজিমুল ইসলাম এবার সিলেট সুপার স্টার্সের সত্ত্বাধিকারী ছিলেন। এই তিন দলকে নিয়ে বিসিবির কোনো মাথা ব্যথা নেই। আগের আসরের বাকি তিন দলের কাছে পাওয়া বকেয়া নিয়ে ভাবছে বিসিবি। ২০ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে