রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫, ১০:০০:০২

কে এই খেলোয়াড়,বক্সিং ছেড়ে ক্রিকেট জীবনকে বেছে নিলেন

কে এই খেলোয়াড়,বক্সিং ছেড়ে ক্রিকেট জীবনকে বেছে নিলেন

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া সফরে ভারতের একদিনের দলের নবাগত সদস্য বারিন্দার সিং। কিন্তু কে এই বারিন্দার? হাজারো প্রশ্ন ক্রিকেট প্রেমীদের মধ্যে। কিন্তু ক্রিকেট প্রেমীদের কৌতুহল আরও বাড়িয়ে দেবে বারিন্দারের ক্রিকেটীয় উত্থানের ঘটনা। পঞ্জাবের এই বাঁহাতি পেসার বক্সিং রিং থেকে এসেছেন ক্রিকেটের বাইশ গজে। সতেরো বছর পর্যন্ত বারিন্দার ছিলেন অলিম্পিকে পদক জয়ী বক্সার বিজেন্দ্র সিংয়ের গুরু জগদীশ সিংয়ের ছাত্র। আইপিএলের দল কিংস ইলেভেনের ইউথ হান্ট প্রোগামে গিয়ে ক্রিকেটের প্রতি আকর্ষণ বাড়ে এই পঞ্জাব পুত্রের। সেখানে সাধারণ পোষাকেই নেমে পড়েন বারিন্দার। ব্যাস সেখান থেকেই শুরু। এরপর পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের দৌলতে আইপিএল ও বিদেশি দলের বিরুদ্ধে নেটে বল করার সুযোগ পান। বলের গতি দেখে তাকে সুযোগ দেওয়া হয় ভারতের অনূর্ধ উনিশ দলে। আইসিসির অ্যাকাডেমিতেও প্রশিক্ষণের সুযোগ পান। সেই সুযোগ কাজে লাগিয়ে পঞ্জাবের হয়ে রঞ্জি ট্রফি খেলে নিজেকে ভারতীয় ক্রিকেটে পরিচিত করেন। চলতি বিজয় হাজারে ট্রফিতে পঞ্জাবের হয়ে বারিন্দারের দুরন্ত ফর্মই নজর কাড়ে সন্দীপ পাতিলদের। ২০ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে