রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫, ১০:২৫:২২

বিপিএলে কী ঘটেছিল, যার জন্য রকিবুলের বিরুদ্ধে তদন্ত করবে বিসিবি

বিপিএলে কী ঘটেছিল, যার জন্য রকিবুলের বিরুদ্ধে তদন্ত করবে বিসিবি

স্পোর্টস ডেস্ক: এবারের বিপিএলে গত ১২ ডিসেম্বর ঢাকা ডায়নামাইটস ও বরিশাল বুলসের এলিমিনেটর ম্যাচের টস বির্তকের ঘটনায় ম্যাচ রেফারি রকিবুল হাসানের বিরুদ্ধে তদন্ত করবে বিসিবি। শিশির ভেজা মাঠের জন্য ডে-নাইট ওই ম্যাচে ট্রস ছিল খুবই গুরুত্বপূর্ণ। ওইদিন টস জিতে ফিল্ডিং নিয়েছিল ঢাকা ডায়নামাইটস। বিপিএলের ম্যাচে টস নিয়ে সন্দেহ ও পরে সেটা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ম্যাচ রেফারি রকিবুল হাসানের বিরুদ্ধে তদন্ত করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই অধিনায়ক কুমার সাঙ্গাকারা এবং মাহমুদউল্লাহ ও ধারাভাষ্যকার অ্যালিস্টার ক্যাম্পবেলকে পেছন দিকে রেখে মুদ্রা তুলেছিলেন রকিবুল; এরপর জানিয়েছিলেন বিজয়ী কে। মুদ্রা মাটিতে পড়ে থাকা অবস্থায় ওই তিনজন দেখার সুযোগই পাননি। এটা নিয়েও সন্দেহ প্রকাশ করা হয় প্রতিবেদনে। রোববার মিরপুর স্টেডিয়ামে এ বিষয়ে নাজমুল হাসান পাপন বলেন, ‘আসলে ওই ঘটনার পর আমরা নিয়মটা খুঁজে বের করার চেষ্টা করেছি। কিন্তু অধিনায়কেরা দেখার পরই মুদ্রা মাটি থেকে তুলতে হবে, নাকি ম্যাচ রেফারি আগেই তুলতে পারবেন, এটা পরিষ্কার উল্লেখ নেই কোথাও। পরে আমরা বিপিএলের অন্য বেশ কিছু ম্যাচও দেখেছি অনেক ম্যাচেই এমন হয়েছে। এজন্যই নিয়মবহির্ভুত কিনা, বলতে পারছি না। আইসিসিতে যোগাযোগ করে দেখব।’ ওই ভিডিও নিয়ে পরে আরও একটি প্রতিবেদন করা হয়, যেখানে রকিবুল হাসানকে অনেক বিতর্কিত মন্তব্য করতে দেখা যায়। ২০ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে