রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫, ১০:৩০:৩৪

‘বিপিএলের সেই নয়া বিস্ময় বালকটিকে জাতীয় দলে নেয়া হবে’

‘বিপিএলের সেই নয়া বিস্ময় বালকটিকে জাতীয় দলে নেয়া হবে’

স্পোর্টস ডেস্ক: সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন আবু হায়দার রনি। তিনি কুমিল্লার হয়ে ১২ ম্যাচ খেলে এবারের আসরে সর্বোচ্চ উইকেট শিকারি। বিপিএলের নয়া এ বিস্ময় বালক রনিকে দ্রুত দলে নেয়া হতে পারে বলে জানিয়েছেন, প্রধান নির্বাচক ফারুক আহমেদ। রোববার এ নির্বাচক জানান,রনি অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ভালো করেছিল। সেখানে তার বেশ কয়েকটি ভালো পারফর্ম রয়েছে। আমরা তার দিকে ইতোমধ্যে চোখ রেখেছি। আর বিপিএলে সে ছিলো দুর্দান্ত। তার পারফরম্যান্সের ধারাবাহিকতায় আমি মুগ্ধ। তিনি আরো জানান, আমরা দেখেছি রনি বাজে পরিস্থিতিতেও বল করে এবারের টুর্ণামেন্টে ২১ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকার হয়েছেন। তার ভেতর ও বাইরের কার্টারগুলোও ছিল অসাধারণ। সামনে আমাদের একটি ক্যাম্প রয়েছে, সেখানে আমরা রনিকে ডাক দিব। ২০ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে