রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫, ১০:৫২:১৩

ম্যারাডোনাই আমার প্রেরণা: মেসি

ম্যারাডোনাই আমার প্রেরণা: মেসি

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার ফুটবল যাদুকর লিউনেল মেসি বলেছেন, ম্যারাডোনাই আমার ফুটবলের প্রেরণা। ছোটবেলা থেকেই আমি ফুটবল খেলার প্রেরণা পেতাম ম্যারাডোনার কাছ থেকে। আমি কখনও কাউকে অনুসরণ করিনি। কিন্তু আমি যখন নিজের ফুটবল নিয়ে ভাবতে শুরু করি সেটা ১৯৯৩ সাল। ম্যারাডোনা তখন সবে স্পেন থেকে ফিরেছেন। যোগ দেন নেওয়েলস ওল্ড বয়েজে। যদি কারও থেকে অনুপ্রাণিত হই সেটা নিঃসন্দেহে তিনিই।’ ফুটবলের রাজপুত্র চার বারের ব্যালন ডি’ওর মেসি অবশ্য ফুটবল নিয়ে মোহগ্রস্থ নয়। সেটাও জানিয়ে দিতে ভুললেন না। বলেন, ‘‘আমি সব সময় ফুটবল খেলাটাকে উপভোগ করি। যেটা করতে আমি সব থেকে বেশি ভালবাসি। আমি স্বপ্ন দেখি ফুটবল নিয়ে এবং যতদিন পারব খেলে যাব। কিন্তু আমি মোহগ্রস্থ নই। আমার জীবনে ফুটবলের থেকেও আরও অনেক বেশি কিছু আছে।’’ তিনি এর সঙ্গেই জুড়ে দেন, ‘‘আমি যতটা পারি একজন সাধারণ মানুষের জীবন যাপন করি। আমি ফুটবলের বাইরেও জীবনকে উপভোগ করি। পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে ভালবাসি সবার মতো। আমি ফুটবল খেলি অন্যদের আনন্দ দেওয়ার জন্য।’’ সূত্র: আনন্দবাজার ২০ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে