সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫, ০১:১৩:৫৫

শেষ সুযোগ, ছাড়তে চান না যুবরাজ

শেষ সুযোগ, ছাড়তে চান না যুবরাজ

স্পোর্টস ডেস্ক : প্রেম ও সৌভাগ্য প্রায় একই সময়ে তার জীবনে এল৷ হ্যাজলের জন্যই এই ভাগ্যবদল? শুনেই লাজুক যুবরাজ সিং৷ শীতের সকালে আরমোরা ভেঙেই তিনি ম্যারাথনের আসরে৷ রেড রোডের সামনে তখন যুবরাজ সিং যেন ‘অনুপ্রেরণা' হয়ে দাঁড়িয়ে৷ সেলফি, গ্রুফি, ফটোশুট, দৌড়ের সূচনার মাঝেও ফিরে আসার লড়াই নিয়ে অকপট যুবরাজ৷ তিনি বলছিলেন, "জাতীয় দলে ফিরতে পারলে সবারই ভাল লাগে৷ প্রায় দেড় বছর পর ফিরেছি৷ নির্বাচক, টিম ম্যানেজমেণ্ট আমার উপর আস্থা রেখেছে৷ আমার মধ্যে এখনও অনেক ক্রিকেট বাকি রয়েছে, সেটা আরও একবার প্রমাণ করতে হবে৷" এক সময়কার সতীর্থ বীরেন্দ্র সেহবাগ, জাহির খানের অবসর ঘোষণা৷ যুবরাজর অবশ্য ওসব কথা একবারের জন্য মনে আসেনি৷ বিশেষ করে হরভজন সিংয়ের কামব্যাক তাকে আরও আশাবাদী করে তুলেছিল৷ দেড়বছর আগে টি-২০ বিশ্বকাপের ফাইনালে ব্যর্থ হওয়ার পর দল থেকে বাদ পড়েছিলেন৷ রনজিতে একটা ইনিংস বাদে তেমন বড় রান ছিল না তার ব্যাটে৷ বিজয় হাজারেতে ছবিটা বদলায়, দুরন্ত ফর্ম, পাঁচ ম্যাচে ৩৪১ রান৷ নির্বাচকরা আর উপেক্ষা করতে পারেননি৷ যুবরাজ বলছিলেন, "প্রায় দেড় বছর হয়ে গিয়েছিল৷ ঘরোয়া ক্রিকেটে মোটিভেট করাটা একটু সমস্যার৷ কিন্তু কামব্যাকের একমাত্র রাস্তা ঘরোয়া ক্রিকেট৷ সেখান পারফর্ম করতে পারলে ঠিক আপনার সামনে রাস্তা খুলে যাবে৷ সেটাই চেষ্টা করে গিয়েছি৷" দীর্ঘদিন পর জাতীয় দলের জার্সি গায়ে নামবেন৷ অস্ট্রেলিয়ার মাটিতে৷ "কামব্যাক সবসময় চাপ থাকে৷ শুধু কামব্যাক কেন, আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যেক ম্যাচই চাপের৷ মানুষ সবসময়ই আপনার থেকে আগের মতো পারফরম্যান্স চাইবে৷ আগের রেকর্ড নিয়ে কথা বলবে৷" ২১ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে