সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫, ০৯:০৪:২৩

গেইলের ‘চুপিসারে’ পালানোর বিষয়ে তদন্ত চলছে

গেইলের ‘চুপিসারে’ পালানোর বিষয়ে তদন্ত চলছে

স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে না নেমে চুপিসারে সোজা অস্ট্রেলিয়ায় পাড়ি জমান ক্যারিবীয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল। তার ন্যাক্কারজনক বিষয়টি নিয়ে ক্রিকেট বিশ্বে উদীত হয়েছে নানা জ্বল্পনা-কল্পনার। গেইলের হঠাৎ উধাও হওয়ার বিষয়টি এখনো প্রশ্নবিদ্ধ ক্রীড়াপ্রেমীদের কাছে। তবে জ্যামাইকান রাজপুত্রের বিষয়টা খুবই গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে বলে জানালেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। বিপিএলের সাফল্য-ব্যর্থতা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ জ্যামাইকান বাবুর বিষয়ে প্রশ্ন করা হলে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বলেন, ‘ক্রিস গেইলের বিষয়টি আমরা তদন্ত করছি। তার একটি সেমিফাইনাল খেলার কথা ছিল। কেন খেলেনি, সে বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে।’ প্রসঙ্গত, বিপিএলের এবারের আসরে দেশি-বিদেশি ক্রিকেটারদের জন্য বিসিবি পারিশ্রমিকের একটা সীমা নির্ধারণ করে দিলেও বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে বিষয়টা অনেক শিথিল করেছিল। বলেছিল, বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে নির্ধারিত সীমা ৭০ হাজার ডলারের বেশি কেউ খরচ করতে চাইলে কোন আপত্তি নেই। তবে সে ক্ষেত্রে অতিরিক্ত টাকার দায়বার সংশ্লিষ্ট ক্রিকেটার এবং ফ্রাঞ্চাইজি বহন করবে। তাই সে হিসেবে গেইলকে ম্যাচপ্রতি ৩৫ হাজার ডলারের বিনিময়ে কিনেছিল বরিশাল বুলস। ২১ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে