সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫, ০৯:৩৫:২৪

বিপিএল নিয়ে ‘সন্তুষ্ট’ বিদেশি খেলোয়াড়রা

বিপিএল নিয়ে ‘সন্তুষ্ট’ বিদেশি খেলোয়াড়রা

স্পোর্টস ডেস্ক: যখন নিরাপত্তার ঠুনকো অজুহাতে টিম অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা নারী দল বাংলাদেশ সফর বাতিল করলো। ঠিক পরের মাসেই পর্দা নামলো বাংলাদেশের জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট আসর বিপিএলের। গত দুই আসরের ন্যায় এবারের বিপিএলেও বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহন ছিল চোখে পড়ার মত। নভেম্বরের ২২ তারিখে টুর্নামেন্টটি মাঠে গড়িয়ে চলতি মাসের ১৫ তারিখে সফলভাবে শেষ হয়। আর বিদেশি খেলোয়াড়দের অংশ গ্রহনের বিষয়টাকে ‘প্লাস পয়েন্ট’ হিসেবে দেখছেন জাতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। বিপিএল নিয়ে আলোচনা-সমালোচনা এবং বিপিএলের সফলতা-ব্যর্থতা গণমাধ্যমকে জানাতেই বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন মুখোমুখি হয়েছিলেন সাংবাদিকদের। নাজমুল হাসান বলেন, ‘জঙ্গি তৎপরতার কথা বলে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা নারী দল আমাদের দেশে আসেনি। এবারের বিপিএলে আমরা যে ধরণের বিদেশি খেলোয়াড়, কোচ এবং ফিজিও আশা করেছিলাম, মোটামুটি সবাইকেই আমরা পেয়েছি। এখানে নাম করা খেলোয়াড়ও খেলে গেছে।’ টুর্নামেন্টে অংশগ্রহণ করা বিদেশিদের প্রত্যেকেই বিপিএলের এবারের আয়োজনের প্রশংসা করেছেন জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ’৬৫ জন বিদেশী খেলোয়াড়, ৬ জন কোচ আর ফিজিও এবারের টুর্নামেন্টে অংশ নিয়েছেন। তারা প্রত্যেকেই এই টুর্নামেন্টের ভূয়সী প্রশংসা করেছেন। তারা বলেছেন, বাংলাদেশে খেলতে উনারা ইজি ফিল করেন। সামনেও এখানে খেলতে উনারা আগ্রহী। এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট।’ ২১ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে