সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫, ১০:২২:৫১

‘বিপিএলে ফিক্সিংয়ের ঘটনা ঘটেনি’

‘বিপিএলে ফিক্সিংয়ের ঘটনা ঘটেনি’

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে সর্বপ্রথম আত্মপ্রকাশ করে ১৯৭৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে অংশগ্রহণ করার মাধ্যমে। সেই থেকে আজকের এই অবস্থায় আসতে নানা চড়াই-উৎরাই পার করতে হয়েছে বাংলাদেশের ক্রিকেটকে। দিনে দিনে বাংলাদেশের ক্রিকেট যে অন্য মাত্রায় চলে যাচ্ছে তা সুস্পষ্ট ক্রিকেট বিশ্বের কাছে। তাই একটি চক্র উঠে পড়ে লেগেছে বাংলাদেশ ক্রিকেটের অগ্রযাত্রাকে ধ্বংস করে দিতে। আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের গৌরভ দেখিয়ে আইপিএলের আদলে টুর্নামেন্ট আয়োজনে সক্ষমতা দেখিয়েছে এদেশের ক্রিকেট বোর্ড। তাদের একটাই উদ্দেশ্য ছিল মূল থেকে জাতীয় দলের জন্য কিছু খেলোয়াড় বের করা। আসরটি আয়োজন করতে গিয়ে এই পর্যন্ত নানা প্রতিবন্ধকতার শিকার হয়েছে বিপিএল কতৃপক্ষ। এই প্রতিবন্ধকতার মধ্যে সব চেয়ে আলোচিত ফিক্সিং কেলেঙ্কারি। প্রথম দুই আসরের বিভিন্ন কেলেঙ্কারির কারণে তো ২০১৪ সালে বন্ধ ছিল আসরটি। এবার যাতে বিপিএলের ম্যাচে ফিক্সিংয়ের কালো ছায়া ভর না করে, সে জন্য আগে থেকে বেশ সতর্ক ছিল বিসিবি। আইসিসির আকসু এবং বিসিবির দুর্নীতি দমন ইউনিট যৌথভাবে কাজ করেছে এবারের বিপিএলে। টুর্নামেন্ট শুরুর আগে ফ্রাঞ্চাইজির কর্মকর্তাদের নিয়ে আলাদা কর্মশালা করা হয়েছে এ বিষয়ে। তার পরও চট্টগ্রামে একটি ম্যাচ চলাকালে সন্দেহজনক একজনকে আটক করার বিষয়টি সন্দেহের চোখে দেখছে অনেকে। বিপিএল নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিসিবি সভাপতি বলেন ‘ম্যাচ দেখলে বোঝা যায়। এখানে আমাদের আকসু কাজ করছে। কোনো ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ এখনো আমরা পাইনি। ম্যাচ ফিক্সিং বিষয়ে কোনো প্রশ্ন এখনো আমাদের কাছে আসেনি। সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়া এই বিষয়ে কথা বলতেই রাজী নই আমি।’ ২১ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে