সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫, ১১:০০:০১

বিপিএল তৃতীয় আসরে বিসিবির আয় ২৫ কোটি

বিপিএল তৃতীয় আসরে বিসিবির আয় ২৫ কোটি

স্পোর্টস ডেস্ক: খেলোয়াড় বিড়ম্বনা, ম্যাচ ফিক্সিং, আম্পায়ারিং জটিলতা। সর্বোপরি খেলোয়াড়দের টাকা পরিশোধ না করার বিষয়টি ছিল গত দুই আসর বিপিএলের খন্ডচিত্র। তার মধ্যে ফিক্সিং ও টাকা পরিশোধের জটিলতায় তৃতীয় আসর গড়াতে বেগ পোহাতে হয়েছে বিপিএল কতৃপক্ষকে। তাই ২০১৪ সালের পরিবর্তে ২০১৫ এ এসে শুরু হয় তৃতীয় আসর। গত দুই আসর থেকে শিক্ষা নিয়ে এবারই প্রথম সম্পূর্ণ বিসিবির ব্যবস্থাপনায় আয়োজিত হয় বিপিএল। গত দুই আসরের চেয়ে এবার কমই বেগ পোহাতে হয়েছে বিসিবিকে। দুই একটি সমস্যা ছাড়া বড় ধরণের কোন সমস্যা চোখে পড়েনি ক্রিকেট বিশ্লেষকদের। গতকাল (রোববার) আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয় বিপিএলের তৃতীয় আসর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ২৫ কোটি টাকা আয় করেছে। অবশ্য আয়ের টার্গেট ছিল ৪০ কোটি টাকা। টাইটেল স্পন্সর, মিডিয়া স্বত্ব, টিকিট বিক্রি, মোবাইল স্কোরিং স্বত্ব বিক্রি এবং ফ্রাঞ্চাইজি ফি এর সৌজন্যে বিপিএলের তৃতীয় আসর থেকে বড় ধরনের আয়ের আশা করলেও বিপিএলকে সুশৃঙ্খল কাঠামোয় নিতে গিয়ে বাণিজ্যের বিষয়কে এতটা গুরুত্ব দেয়া হয়নি বলে জানান বিসিবির সভাপতি নাজমুল হাসান। রোববার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের সভাকক্ষে পাপন বলেন, ‘আমরা চেয়েছি এবারের বিপিএল সুশৃঙ্খলভাবে পরিচালিত হোক। পেছনের দুটি আসরকে ঘিরে যে সমস্যাগুলো হয়েছিল সেগুলোকে আমরা দূর করতে চেয়েছি। সবার চেষ্টায় এবার সে সমস্যাগুলো হয়নি। আয় কম হলেও সব ঠিকঠাক মতো শেষ হওয়াতে কোনো আক্ষেপ নেই আমাদের।’ উল্লেখ্য, বিপিএলের প্রথম আসরে আয় হয়েছিল সাড়ে ৩২ কোটি টাকা। আর দ্বিতীয় আসরে আয় হয়েছিল ২৮ কোটি। সে হিসেবে এবার কম হলেও ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট সবাই। ২১ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে