সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৯, ০৯:৫৬:১১

যারা ভালো খেলেন তাদের বেশি বেতন দেওয়া হোক : সাকিব

যারা ভালো খেলেন তাদের বেশি বেতন দেওয়া হোক : সাকিব

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে থাকা সাকিব আল হাসানের কাছে দলের চাওয়া অনেক বেশি ছিল। আজ চট্টগ্রাম টেস্টের শেষ দিনে তো আরও বেশি। আজকের পারফরম্যান্সে তার ঘাটতি ছিল, সেটা সাকিব মেনে নিয়েছেন। কিন্তু এতেই তার দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠার কিছু আছে বলে মনে করেন না সাকিব।

তিনি বলেন, ‘বিষয়টা এমন না যে বিশ্বকাপে ভালো খেলার পর আমি মনে করেছি আকাশে ছিলাম। আবার এই ম্যাচ খারাপ খেলার পর মনে করেছি যে আমি মাটির তলে চলে গেছি, তাও না। আমি যেখানে ছিলাম সেখানেই আছি। এখন এটা কে কীভাবে নেবে বা কে কীভাবে চিন্তা করবে, এটা তাদের ব্যাপার।’

দলে সবার ভালো খেলা নিশ্চিত করার প্রয়োজনেই হোক কিংবা সিনিয়রদের গুরুত্ব বোঝাতেই বেশ কৌতূহলোদ্দীপক এক কথাই শোনালেন সাকিব, ‘একটা ম্যাচ খারাপ যেতেই পারে। আর যদি তেমনই হয়, তাহলে দেখা যাচ্ছে যে ম্যাচ ফি আমাদেরই বেশি দেওয়া উচিত। কারণ যদি সব সময় কিছু খেলোয়াড়ই খেলবে, তাহলে ওদের ম্যাচ ফি বেশি হওয়া উচিত। অন্তত আমার তাই মনে হয়।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে