স্পোর্টস ডেস্ক : লখনৌয়ে বুধবার ক্রিকেটে এক অদ্ভুত দিন দেখল দর্শকরা। ভারত ও দক্ষিণ আফ্রিকার চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচটিতে টসও হলো না। তার আগেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। এই ম্যাচ মাঠে না গড়ানোর কারণ ঘন কুয়াশা। মাঠে কিছুই দেখা যাচ্ছিল না কুয়াশার কারণে, দৃশ্যমানতা এতটাই কম ছিল যে খেলা শুরু করা সম্ভব হয়নি।
একানা স্টেডিয়ামে দর্শকরা ভিড় করেছিলেন জমজমাট ম্যাচের আশায়। ভারত সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে নামার কথা ছিল। কিন্তু কুয়াশা সব পরিকল্পনা ভেস্তে দেয়। আম্পায়াররা মোট ছয়বার মাঠ পরিদর্শন করেন। প্রতিবারই একই সিদ্ধান্ত আসে। খেলার মতো পরিবেশ নেই।
সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রথম পরিদর্শন হয়। তখনই টস পিছিয়ে যায়। আধা ঘণ্টা পর দ্বিতীয়বার দেখা হয় পরিস্থিতি। ফল আসে না। রাত আটটায় আবার চেষ্টা করা হয়। মাঠে শিশিরের প্রভাব স্পষ্ট ছিল। ক্যামেরার গাড়ির চাকার দাগেই ভেজাভাব ধরা পড়ে। পিচ আগেই রোলিং করা হয়েছিল। পরে ভারী কভার দিয়ে ঢেকে রাখা হয়। শেষ দুইবার চেষ্টাও ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ম্যাচ বাতিল ঘোষণা করা হয়।
এরপরই প্রশ্ন উঠছে, আন্তর্জাতিক ক্রিকেটে কুয়াশার কারণে কি এই প্রথম ম্যাচ পরিত্যক্ত হলো? উত্তর হলো— না। এর আগে ১৯৯৮ সালে এমন ঘটনা ঘটেছিল। পাকিস্তানের ফয়সালাবাদে পাকিস্তান ও জিম্বাবুয়ের টেস্ট ম্যাচটি কুয়াশার কারণে বন্ধ হয়ে যায়। তৃতীয় টেস্টের সেই ম্যাচে এত ঘন কুয়াশা ছিল যে খেলোয়াড়রাই মাঠে আসেননি। চতুর্থ দিনে আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন।
সেই সিদ্ধান্ত নিয়েও বিতর্ক হয়েছিল। অনেক ভাষ্যকার বলেছিলেন, পরে পরিস্থিতি কিছুটা ভালো হয়েছিল। তখন প্রশ্ন উঠেছিল ডিসেম্বর মাসে ফয়সালাবাদে টেস্ট আয়োজন নিয়ে। একইভাবে এবার ডিসেম্বর মাসে লখনৌতে ম্যাচ আয়োজন নিয়েও প্রশ্ন উঠছে।
তবে ওই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় জিম্বাবুয়ে পেয়েছিল আনন্দের খবর। সেটিই ছিল পাকিস্তানের মাটিতে তাদের প্রথম টেস্ট সিরিজ জয়। তবে এবার লখনৌয়ের ঘটনায় সফরকারীদের মুখে হাসি ফুটছে না আদৌ। সিরিজে দক্ষিণ আফ্রিকা পিছিয়ে আছে ২-১ ব্যবধানে, চতুর্থ টি-টোয়েন্টি ভেস্তে যাওয়ার কারণে দক্ষিণ আফ্রিকা ১০ বছর পর ভারতের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জেতার সুযোগ খোয়াল।
১৪৮ বছরের আন্তর্জাতিক ক্রিকেটে কুয়াশার কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ার ঘটনা তাই খুবই বিরল। লখনৌ সেই ইতিহাসের দ্বিতীয় সাক্ষী হয়ে থাকল।