সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫, ১১:৫৪:২৬

মুরালিধরনের কোচ হচ্ছেন মোহাম্মদ রফিক

মুরালিধরনের কোচ হচ্ছেন মোহাম্মদ রফিক

স্পোর্টস ডেস্ক: অবসর নেয়া ক্রিকেটারদের নিয়ে আগামী বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাস্টার্স চ্যাম্পিয়ন্স লীগ (এমসিএল)। কিন্তু সম্মানজনক টি-২০ আসরটিতে বাংলাদেশি কোন খেলোয়াড়কে খেলতে আমন্ত্রণ জানায়নি আয়োজক কতৃপক্ষ। আর এটি অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় ধরণের দুঃখের বিষয়। তবে খেলোয়াড় হিসেবে কাউকে দেখা না গেলেও কোচ হিসেবে দেখা যেতে পারে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অফ স্পিনার মোহাম্মদ রফিককে। টুর্নামেন্টের অন্যতম ফ্র্যাঞ্চাইজি ‘জেমিনি এরাবিয়ানস’ তাদের দলের সহকারী কোচ হিসেবে তাকে চাইছে বলে খবর পাওয়া গেছে। যদি সত্যিই তিনি সহকারী কোচ হিসেবে নিয়োগ পান তবে তার ছাত্র হবে দুই কিংবদন্তী স্পিনার শ্রীলংকান মুত্তিয়া মুরলিধরন এবং পাকিস্তানের সাকলাইন মুশতাক। কেননা এ দুই কিংবদন্তীই খেলবেন এরাবিয়ানসের হয়ে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর মুরলিধরন এখনো মাঝে মাঝে সেলিব্রেটি টি-২০ ক্রিকেট খেললেও সাকলাইন পুরোদস্তুরে একজন বোলিং কোচ। কিছু দিন বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচের দায়িত্বও পালন করেছেন তিনি। ২১ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে