বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৯, ০১:০৭:৩৮

মাশরাফি ভাই আমার রোল মডেল, উনি ৭টি সার্জারি নিয়ে খেলতে পারলে আমিও পারবো: মিশু

মাশরাফি ভাই আমার রোল মডেল, উনি ৭টি সার্জারি নিয়ে খেলতে পারলে আমিও পারবো: মিশু

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড়ের রোল মডেলেই মাশরাফি। আর সেই তালিকা থেকে বাদ পড়েননি মিশুও। সদ্য জাতীয় দলে সুযোগ পাওয়া মিশুও জানিয়ে দিলেন যে মাশরাফি তার রোল মডেল।

এই ব্যাপারে তিনি বলেন ,’ ‘আমার রোল মডেল হলেন মাশরাফি ভাই। আমি ভাবি, উনি দুই হাঁটুতে সাতটা অপারেশন নিয়েও যত সুন্দর খেলছেন, আমি কেনো পারবো না। ওনার তুলনায় আমার ইনজুরি তো কিছু না। আমি ওনাকে দেখেই স্বপ্ন দেখি। আমিও পারবো।’

ঘরোয়া ক্রিকেটে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি মিশুর। মাত্র ৬টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে ১৩ উইকেট শি'কার করেছেন তিনি। ৭টি প্রথম শ্রেণির ম্যাচে তাঁর শিকার ১৮ উইকেট।

দলে জায়গা পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্টে তিনি লিখেন, ‘আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য।’ সেই সঙ্গে জানিয়েছেন মায়ের সমর্থনের কারণেই তিনি ক্রিকেটে এতদূর আসতে পেরেছেন। তার মা বলেছিলেন, ‘যদি ক্রিকেটার হতেই হয়, মাশরাফির মতো হবি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে