রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯, ১২:৫২:০৮

সাকিবের মতো ক্রিকেটারের প্রশংসা পাওয়া সত্যি অনেক সম্মানের : রায়ান

সাকিবের মতো ক্রিকেটারের প্রশংসা পাওয়া সত্যি অনেক সম্মানের : রায়ান

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসানের এক ওভারে ৩০ রান সংগ্রহ করেছেন জিম্বাবুয়ের ব্যাটসম্যান রায়ান বার্ল। শুক্রবার বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ের সময় ১৬তম ওভারে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ওভারে তিনটি ছক্কা ও তিনটি চার হাঁকান রায়ান।

বাংলাদেশ দলের অধিনায়কের এক ওভারে ৩০ রান সংগ্রহ করা জিম্বাবুয়ের এই ব্যাটসম্যান সাংবাদিকদের বলেন, ‘ম্যাচ শেষে পুরস্কার বিতরণের সময় সাকিব আমার কাছে এসেছিল। কথা বলেছে, অভিনন্দন জানিয়েছে, উৎসাহ জুগিয়েছে। সাকিবের মতো ক্রিকেটারের প্রশংসা পাওয়া সত্যি সম্মানের ব্যাপার।’

ব্যাট হাতে ৫৭ রানের পাশাপাশি বল হাতে ১ উইকেট শিকার করেন রায়ান বার্ল। তার এমন অলরাউন্ড নৈপুণ্যের পরও জিম্বাবুয়ে হেরেছে ৩ উইকেটে। এ ব্যাপারে জিম্বাবুয়ের এই অলরাউন্ডার বলেন, ‘আমি খুব হতাশ কারণ দল আগে। দল জিতলে ভালো লাগত। আমরা কিছু ফিল্ডিং মিস করেছি, যে কারণে জয়ের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারিনি।’

৬০ রানে বাংলাদেশের ৬ উইকেট পতনের পর দলের হাল ধরেন আফিফ হোসেন দ্রুব। বাংলাদেশ দলের তরুণ এ ব্যাটসম্যানের প্রশংসা করে রায়ান বলেন, ‘আফিফ দারুণ একটা ইনিংস খেলেছে। ৬০ রানে ৬ উইকেট পড়ার পর সে এল এবং ম্যাচ জিতিয়ে দিল। টি-টোয়েন্টিতে নির্ভার হওয়ার সুযোগ নেই। কারণ এক ওভারেই খেলা ঘুরে যায়। আমরা দেখলাম আফিফ খেলা ঘুরিয়ে দিল।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে