সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫, ০৪:০২:২৫

সব ক্ষেত্রেই যে ক্রিকেটারের সর্বোচ্চ রান ১২৩!

সব ক্ষেত্রেই যে ক্রিকেটারের সর্বোচ্চ রান ১২৩!

স্পোর্টস ডেস্ক : আজ যার জন্মদিন, টেস্টে, একদিনের ক্রিকেটে এবং প্রথম শ্রেণির ক্রিকেটেও তার সর্বোচ্চ রান ১২৩! আজ ২১ ডিসেম্বর, তার জন্মদিন। যদিও আজ তিনি ৫৬ বছরে পা দিলেন। তাই ক্রিকেটার বললেই তো তাকে হবে না। বলতে হবে সাবেক ক্রিকেটার। হ্যাঁ, তিনি কৃষ্ণমাচারি শ্রীকান্ত। আজ তার জন্মদিনে জেনে নিন ৫টি অজানা তথ্য। জানলে ভালোই লাগবে। ১) কৃষ্ণমাচারি শ্রীকান্তের অধিনায়কত্বেই ভারতীয় দলে খেলা শুরু করেন শচীন তেন্ডুলকার। ২) শ্রীকান্তের একদিনের ক্রিকেটে, টেস্ট ক্রিকেটে এবং প্রথম শ্রেণির ক্রিকেটেও সর্বোচ্চ রান এক! হ্যাঁ, সবক্ষেত্রেই শ্রীকান্তের সর্বোচ্চ রান ১২৩! ৩) শ্রীকান্তের ছেলে অনিরুদ্ধ শ্রীকান্তও ক্রিকেট খেলেন। ৪) শ্রীকান্ত ছিলেন ওপেনিং ব্যাটসম্যান। সুনীল গাভাস্করের ওপেনিং পার্টনার ছিলেন তিনি। ৫) দেশের হয়ে ৪৩টি টেস্ট, ১৪৬টি একদিনের ম্যাচ খেলেছেন শ্রীকান্ত। ২১ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে