রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯, ০১:৩২:২৫

'আজ জয়ের জন্যই খেলতে নামবে বাংলাদেশ'

'আজ জয়ের জন্যই খেলতে নামবে বাংলাদেশ'

স্পোর্টস ডেস্ক : অনুশীলন ছিল ঐচ্ছিক। দলের সবাইকে তাই অনুশীলনে দেখা যায়নি। মিরপুর স্টেডিয়ামের ইনডোরে গতকাল অনুশীলন করেছে বাংলাদেশের আট ক্রিকেটার। অধিনায়ক সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, সাব্বির রহমান, তাইজুল ইসলামরা অনুশীলনে ঘাম ঝরিয়েছেন।সবার অনুশীলন শেষ হয়ে যাওয়ার পরও ভারপ্রাপ্ত ফিল্ডিং কোচ সোহেল ইসলামের সঙ্গে ইনডোরের নেটে বোলিং করেছেন সাকিব। স্থানীয় এ কোচ স্পিন বিশেষজ্ঞ। তার সঙ্গেই নিজের বোলিং ঝালিয়ে নেওয়ার চেষ্টায় দেখা গেছে বাঁহাতি এই অলরাউন্ডারকে।

শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে কষ্টার্জিত জয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ। অনেক দিন পর পাওয়া জয়টা স্বস্তি এনে দিয়েছে স্বাগতিকদের মাঝে। ত্রিদেশীয় সিরিজে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

টি-২০ তে বাংলাদেশের চেয়ে অনেক শক্তিশালী দল আফগানরা। পরিসংখ্যান অন্তত আফগানদের পক্ষেই থাকছে। এই ফরম্যাটে দুই দলের সাক্ষাত্ হয়েছে চার বার। যার মধ্যে তিনবারই জিতেছে আফগানিস্তান। গত বছর দেরাদুনে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিল তারা। বাংলাদেশ একবারই হারাতে পেরেছিল আফগানদের। সেটা ২০১৪ টি-২০ বিশ্বকাপে এই মিরপুরেই।

ঘরের মাঠে আফগানদের হারানোর ক্ষমতা আছে বাংলাদেশের, এমনটাই বিশ্বাস করেন বাংলাদেশের ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি। গতকাল অনুশীলন শেষে তিনি বলেছেন, আজ জয়ের জন্যই খেলতে নামবে বাংলাদেশ। আফগান স্পিনারদের খেলার পরিকল্পনাও করেছে টাইগাররা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে