সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫, ০৪:৩৭:০৩

৮ বছর নিষিদ্ধ ব্ল্যাটার-প্লাতিন

৮ বছর নিষিদ্ধ ব্ল্যাটার-প্লাতিন

স্পোর্টস ডেস্ক: ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার এবং উয়েফার প্রেসিডেন্ট মিশেল প্লাতিনিকে আট বছরের জন্য ফুটবল সংক্রান্ত সকল কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়েছে। ফিফার ইথিকস কমিটির একটি তদন্তের ভিত্তিতে এই নিষেধাজ্ঞা দেয়া হয়। নিষেধাজ্ঞাটি এখন থেকেই কার্যকর হবে। এই বহিষ্কারাদেশের ফলে ফুটবল প্রশাসক হিসেবে ৭৯ বছর বয়স্ক সেপ ব্ল্যাটারের দীর্ঘ ক্যারিয়ারের অবসান হলো। ১৯৯৮ সাল থেকে তিনি ফিফার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি ব্ল্যাটারের পর ফিফার পরবর্তী নেতা হিসেবে ধারণা করা হচ্ছিল। তিনবার ইউরোপের সেরা ফুটবলার এবং ফ্রান্সের সাবেক অধিনায়ক, মিশেল প্লাতিনি ২০০৭ সাল থেকে উয়েফা প্রধানের দায়িত্বে ছিলেন। ২০১১ সালে প্লাতিনিকে দেয়া ১৩ লাখ ইউরোর একটি 'অনৈতিক অর্থপ্রদানের' মাধ্যমে ফিফার ইথিকস কোড ভাঙ্গার দায়ে ব্ল্যাটার এবং প্লাতিনি দুজনকেই দোষী সাব্যস্ত করা হয়েছে। সূত্র : বিবিসি। ২১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে