মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯, ১০:৩৭:০৪

মাঠে চলছে ব্যাটিং ঝড়

মাঠে চলছে ব্যাটিং ঝড়

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ড, নেদারল্যান্ড ও স্কটল্যান্ডকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল স্কটল্যান্ড ও নেদারল্যান্ড। আর এই ম্যাচেই রানের বন্যা বইয়ে দেয় দুই দলের তারকারা।

এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ড। আর সেটাই যেন হয়ে যায় বড় ভুল। কেননা ব্যাটিংয়ে নেমে স্কটল্যান্ডের ওপেনাররাই যে গড়েছিল ২০০ রানের জুটি।

মাঠে চলছে ব্যাটিং ঝড়, স্কটল্যান্ডের দুই ওপেনার জর্জ মুনশি ও কোয়েৎজার মাত্র ১৫ ওভারেই দলীয় সংগ্রহ ২০০ রান করে তুলে নেয়। ৫০ বলে ৮৯ রান করে কোয়েৎজারের আউটের মধ্য দিয়ে ভাঙে এই জুটি।

এরপর মাঠে নেমে প্রথম বলেই আউট হন মিশেল লেস্ক। কিন্তু জর্জ মুনশি ঠিকই তান্ডব চালাতে থাকেন এবং শেষ পর্যন্ত তান্ডব চালিয়েই যান। মাত্র ৫৬ বলে ১৪টি ছক্কার সাহায্যে তিনি করেন ১২৭ রান। অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ড এটি। এছাড়া পঞ্চম সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহেও এখন থাকবে মুনসির নাম।

স্কটল্যান্ডের ব্যাটিংয়ের পরই ম্যাচের গতিপথ নির্ধারিত হয়ে গিয়েছিল। আর সেটা আরও নিশ্চিত করে দেয় ডাচদের টপ অর্ডারের ব্যর্থতা। মাত্র ১৮ রানেই হারায় তিন উইকেট। চতুর্থ উইকেট হারায় ৬২ রানে। ততক্ষনে ৯.১ ওভার শেষ।

কিন্তু এরপরই তান্ডব চালান পিচার সিলার। মাত্র ৪৯ বলে ৯৬ রান করে একপ্রান্তে লড়াই চালান তিনি। কিন্তু বল আর রানের ব্যবধান আগেই পাহাড় সমান হয়ে যাওয়ায় সেই ব্যবধান গুচাতে পারেনি সে। ম্যাচটি ডাচরা হেরে যায় ৫৮ রানে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে