সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫, ০৪:৫৬:২৭

কোটি টাকার বাংলাদেশি ‘হিরো’

কোটি টাকার বাংলাদেশি ‘হিরো’

পোর্টস ডেস্ক: আগামী ফেব্রুয়ারিতে দুবাইয়ের মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। আসন্ন টুর্নামেন্ট উপলক্ষ্যে প্লেয়ার ড্রাফটে এক কোটির একটু বেশি টাকার বিনিময়ে বাংলাদেশি লোকাল হিরো সাকিব আল হাসানকে দলে অর্ন্তভুক্ত করেছে ‘করাচি কিংস’ । পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ প্লাটিনাম ক্যাটাগরিতে রাখা হয় বিশ্ব মাতানো সাকিবকে। নিলামে ভারত ছাড়া বিশ্ব ক্রিকেটে অংশ নেয়া দেশগুলির তারকা ক্রিকেটারদের অন্তর্ভূক্ত করা হয়েছে। প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার ও ইমার্জিং এই ৫ ক্যাটাগরিতে ক্রিকেটোরদের নিলাম অনুষ্ঠিত হয়। করাচি কিংসে প্লাটিনাম ক্যাটাগরিতে এখন পর্যন্ত সাকিবের পাশে আর যারা খেলবেন তাদের মধ্যে রয়েছেন, শোয়েব মালিক ও সোহেল তানভীর। এই ক্যাগরিতে শেষ খবর পাওয়া পর্যন্ত একমাত্র সাকিবই কোন বিদেশি ক্রিকেটার। এর পর আর ডায়মন্ড প্লেয়ারদের মধ্যে রয়েছেন রবি বোপারা, ইমাদ ওয়াসিম, সিমন্স। (তালিকায় আরও যোগ হবে) এছাড়া কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মিকি আর্থার। প্রসঙ্গত, পিএসএলের খেলোয়াড় তালিকায় রাখা হয়েছে ৩০৮ জন ক্রিকেটারকে। এর মধ্যে পাকিস্তানের খেলোয়াড় ১৩৭ জন। বিদেশি খেলোয়াড় ১৭১ জন। বাংলাদেশের ১০ জন খেলোয়াড় আছেন ড্রাফটে। সাকিব প্লাটিনাম ক্যাটাগরিতে থাকলেও বাংলাদেশের ৫ খেলোয়াড় আছেন গোল্ড ক্যাটাগরিতে। তারা হলেন : তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মুশফিকুর রহিম ও শাহরিয়ার নাফীস। এ ছাড়া সিলভার ক্যাটাগরিতে আছেন মুমিনুল হক, মাহমুদুল্লা, ইমরুল কায়েস ও এনামুল হক। ২১ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে