মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯, ০৮:০২:৫৪

বিসিবিতে ভাঙনের সুর, পদত্যাগ করলেন সাকিব-মুশফিকদের গুরু

বিসিবিতে ভাঙনের সুর, পদত্যাগ করলেন সাকিব-মুশফিকদের গুরু

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের কাছে বাংলাদেশের হারের পর চারদিক থেকে সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরইমধ্যে নতুন খবর-পদত্যাগপত্র জমা দিয়েছেন বিসিবির ন্যাশনাল গেম ডেভেলপমেন্টের ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিম।

এ মাস শেষেই তার বিসিবির সঙ্গে সম্পর্ক ছিন্ন হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যে কয়জন মেধাবী মানুষ যুক্ত আছেন তাদের মধ্যে অন্যতম এই ফাহিম। যখনই কোন ক্রিকেটার অফ ফর্মে, তখনই পাশে দাঁড়িয়েছেন ফাহিম। 

সাকিব-মুশফিকদের দিয়েছেন দীক্ষা। তাতে হয়েছে কাজও। সকলের নিকট বেশ জনপ্রিয় তিনি। তার পরিচয়টা বর্তমানে শুধু একজন ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার। কিন্তু সেটাও বড়ই সীমাবদ্ধ।

শুধুমাত্র নারীদের ক্রিকেটে। বর্তমান সময়ে দেশের নারীদের ক্রিকেটের উত্থানের মূল কারিগর এই ফাহিম। যার হাত ধরেই এশিয়ার সেরার মুকুটা পরেছে সালমারা। কিন্তু তার মেধার মূল্যায়ন করেনি বিসিবি। তাকে কাজে লাগানো হয়নি। 

কিন্তু ঠিক কী কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিলেন তা খোলাসা করেননি। নাজমুল আবেদিন ফাহিম ২০০৫ সালে বিসিবিতে যোগদান করেন। টানা ১৪ বছর দেশের ক্রিকেটের যেকোন বিপদে পাশে থেকেছেন।

সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাইমুর রহমান দুর্জয়, আল শাহরিয়ার রোকনরা সরাসরি তার ছাত্র। তিনি তাদের গুরু। তবে সরাসরি কোচিংয়ের চেয়ে টেকনিক্যাল এডভাইজার হিসেবেই কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য তার। 

এখনও শাহরিয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুলরা যেকোনো টেকনিক্যাল দিক নিয়ে ছুটে যান তার কাছে। এছাড়া বিপিএলেও তিনি কাজ করেছেন টেকনিক্যাল এডভাইজার হিসেবে।

নাজমুল আবেদিন ফাহিম বলেন, আনুষ্ঠানিকভাবে চলতি মাসের ১ তারিখেই দায়িত্ব ছাড়ার কথা বলেছি। নোটিশ পিরিয়ড মাথায় রেখে আমি এক মাস আগেই তথা সেপ্টেম্বরের ১ তারিখ পদত্যাগের কথা বলেছি বোর্ডে। তাদের জানিয়ে দিয়েছি এখন আর কাজ করা সম্ভব নয় আমার পক্ষে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে