বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯, ১২:৪৫:০৩

স্কোয়াডে বেশ কয়েকটি পরিবর্তন, আজ জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ

স্কোয়াডে বেশ কয়েকটি পরিবর্তন, আজ জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ বুধবার ( ১৮ সেপ্টেম্বর) জিম্বাবুয়ের মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচটি হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায়।

ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় অধ্যায়ে স্কোয়াডে বেশ কয়েকটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। প্রথম ধাপে বাজে পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন বাঁহাতি ওপেনার সৌম্য সরকার। তার জায়গায় নেয়া হয়েছে তরুণ ওপেনার নাঈম শেখকে। আজই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়ে যেতে পারে নাঈমের।

এছাড়া একাদশে আর পরিবর্তনের সম্ভাবনা নেই। সৌম্য না থাকায় এ ম্যাচে ইনিংসের গোড়াপত্তন করতে পারেন লিটন-নাঈম। প্রিয় পজিশন ওয়ানডাউনে নামবেন সাকিব। পছন্দের চারে খেলবেন মুশফিক। পাঁচ নম্বরে ব্যাট করবেন মাহমুদউল্লাহ। ছয় নম্বরে সাব্বির এবং সাতে মোসাদ্দেক ফিনিশিং টাচ দেবেন।

একাদশে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে থাকবেন তাইজুল। সাকিবের সঙ্গে স্পিন আক্রমণ দাগাবেন তিনি। বরাবরের মতো পেস আক্রমণে নেতৃত্ব দেবেন কাটার মাস্টার মোস্তাফিজ। তাকে সমর্থন দেবেন সাইফ।

আজ জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ:
লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে