সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫, ০৫:৪৯:০৭

রিকি পন্টিং-সাঙ্গাকারার পর এবার রেকর্ড গড়লেন উইলিয়ামসন

রিকি পন্টিং-সাঙ্গাকারার পর এবার রেকর্ড গড়লেন উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার সাবেক রিকি পন্টিং ও শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার পর এবার ক্রিকেট জগতে অন্যন্য এক রেকর্ড করলেন কেন উইলিয়ামসন। হ্যামিল্টন টেস্টের শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করে এ রেকর্ড তালিকায় ঢুকে গেছেন উইলিয়ামসন। আন্তর্জাতিক ক্রিকেটে এক বছর সবচেয়ে বেশি রানের রেকর্ডে দুই গ্রেট রিকি পন্টিং ও কুমার সাঙ্গাকারের পরেই শোভা পাচ্ছে এই কিউই ব্যাটসম্যানদের নাম। আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরে সবচেয়ে বেশি রানের রেকর্ডটি পন্টিংয়ের। ২০০৫ সালে ৫৯ ইনিংসে ৫৬.৬৬ গড়ে ২ হাজার ৮৩৩ রান করেছিলেন পন্টিং। ৯টি সেঞ্চুরির পাশাপাশি তার ফিফটি ছিল ১৫টি। এই রেকর্ডে পন্টিংয়ের পরের স্থানটি সাঙ্গাকারার। ২০১৪ সালে ৫৬টি আন্তর্জাতিক ইনিংসে ৫৩.৭ গড়ে ২ হাজার ৮১৩ রান করেছিলেন এই লঙ্কান গ্রেট। তার সেঞ্চুরি ছিল ৮টি আর ফিফটি ১৭টি। তৃতীয় স্থানটিও অবশ্য পন্টিংয়ের দখলেই। ২০০৩ সালে ৪৯ ইনিংসে ৬৬.৪২ গড়ে ২ হাজার ৬৫৭ রান করেছিলেন তিনি। সেঞ্চুরি ১১টি, ফিফটি ৮টি। এর পরের অবস্থানেই রয়েছেন এখন উইলিয়ামসন। যেখানে এতদিন ছিলেন রাহুল দ্রাবিড়। ভারতীয় গ্রেট ১৯৯৯ সালে ৬২টি আন্তর্জাতিক ইনিংসে ১০টি সেঞ্চুরি আর ৯টি ফিফটিতে ৪৬.৮৯ গড়ে ২ হাজার ৬২৬ রান করেছিলেন। আর উইলিয়ামসন হ্যামিল্টন টেস্টের চতুর্থ ইনিংসে অপরাজিত ১০৮ রানের ইনিংস দিয়ে এ বছর ৪৫টি আন্তর্জাতিক ইনিংসে সংগ্রহ করেছেন ২ হাজার ৬৩৩ রান। গড় ৬৫.৮২। সেঞ্চুরি রয়েছে ৮টি আর ফিফটি ১৩টি। ২১ ডিসেম্বর,২০১৫/ এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে