বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ০৯:৩৭:০২

মোসাদ্দেকের অধিনায়ক হওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো নান্নু

মোসাদ্দেকের অধিনায়ক হওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো নান্নু

স্পোর্টস ডেস্ক : সাকিব অধিনায়কত্ব উপভোগ করছেন না। চট্টগ্রামে আফগানিস্তানের সাথে টেস্ট চলাকালীন চার দিন কথা বলতে এসে দুদিন প্রেসের সামনে বলেছেন, অধিনায়কত্ব তিনি উপভোগ করছেন না। ভাবটা এমন, দল পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি পেলেই খুশি হবেন।

সাকিবের মত ‘সব্যসাচি’ ক্রিকেটার ‘চ্যাম্পিয়ন’ পারফরমার ও দলের ‘নিউক্লিয়াস’ যখন বারবার বলেন, অধিনায়কত্ব তিনি উপভোগ করছেন না। তখন বুঝতে হবে কিছু ‘কিন্তু’ আছে। হয়তো সব কিছু তার মনমতো হচ্ছেনা। তিনি যেমন চাচ্ছেন, তা পাচ্ছেন না। ক্রিকেটাররা তার ডিমান্ড পূরণ করতে ব্যর্থ। পারফরমেন্সের গ্রাফ নীচে নেমে গেছে। সেই তলানিতে থাকা পারফরমেন্স তার ভাল লাগছেনা। নিজের পারফরমেন্সটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই হয়তো সাকিব ভাবছেন, এর চেয়ে দায়িত্ব ছেড়ে ফ্রি হয়ে খেলি। তাতে নিজের স্বাভাবিক পারফরমেন্স হবে।

কাজেই বোর্ডে অধিনায়কত্ব বদলের প্রশ্ন উঠে এসেছে বৈকি! এমন পরিস্থিতিতে বিসিবির অভ্যন্তরে কথা হচ্ছে, সত্যিই কি সাকিব ক্যাপ্টেন্সি উপভোগ করেন না? তবে কি তার জায়গায় অন্য কাউকে দল পরিচালনার দায়িত্ব দেয়া হবে সময়োচিত কাজ?

বিসিবির ভেতরেও কথা হচ্ছে। এইতো কদিন আগে বিসিবির অন্যতম শীর্ষ পরিচালক, জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং প্রায় একযুগ ধরে জাতীয় দলের টিম ম্যানেজমেন্টের সাথে আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকা খালেদ মাহমুদ সুজনও মিডিয়ার সামনে বলেছেন, সাকিব বাংলাদেশের সর্বকালের সেরা ও সফলতম ক্রিকেটার। অধিনায়ক হিসেবেও সাকিব দারুণ। তার ক্রিকেট মেধা, জ্ঞান ও ২২ গজে দল পরিচালনা অসাধারণ। এবং নিঃসন্দেহে দলকে সামনে থেকে নেতৃত্ব দেবার সব মেধা ও গুণ আছে সাকিবের। কিন্তু তিনি যখন এমন কথা বলেন। তখন তার বদলে অন্য কাউকে বিশেষ করে তরুণদের কাউকে দল পরিচালনার দায়িত্ব দেয়া যেতেই পারে।

প্রশ্ন উঠতে পারে, মাশরাফি ছাড়া পঞ্চ পান্ডবের আরও তিনজন আছেন। তাদের কারো নাম না বলে সুজন তরুণদের কথা বললেন কেন? কারণ ধরেই নেয়া হচ্ছে মুশফিককুর রহিম আর অধিনায়কত্ব নিতে রাজি হবেন না। বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে মাশরাফি শেষ মুহূর্তে আহত হবার পর অধিনায়কত্ব অফার করা হলে মুশফিক নিতে অপরাগতা প্রকাশ করেন।

তামিম দায়িত্ব পেয়ে চরমভাবে ব্যর্থ হয়েছেন। অধিনায়ক হিসেবে তাকে আড়ষ্ট মনে হয়েছে। তাকে ব্যাটিংয়ের সময় যতটা আত্মবিশ্বাসী আর নিজ সামর্থ্যে আস্থাবান মনে হয়, অধিনায়ক হিসেবে ততটাই মানসিকভাবে দুর্বল এবং রীতিমত অস্থির মনে হয়েছে। আর মাহমুদউল্লাহ নিজেকে হারিয়ে খুঁজছেন। তার দলে থাকাই কঠিন। কাজেই এ মুহূর্তে ‘পঞ্চ পান্ডবের’ আর কারো পক্ষে সাকিবের বদলে অধিনায়ক হওয়া কঠিন। ওদিকে তরুণদের মধ্যেও এমন কেউ নেই, যিনি প্রতিনিয়ত পারফরম করছেন এবং দল পরিচালনা করতে পারেন।

কিন্তু নান্নু বলছেন ভিন্ন কথা, বেশ কিছুদিন ধরেই মিডিয়াতে আলোচিত বিষয় মোসাদ্দেককে অধিনায়ক করার ব্যাপারে। এই নিয়ে কথা বলেছেন মোসাদ্দেক নিজেই। তবে এবার যে জানা গেল প্রধান নির্বাচক নান্নু আসল কথা।

আর এই নিয়েই আলোচিত হয় মোসাদ্দেকের অধিনায়কত্ব দেওয়ার কথা। মোসাদ্দেকের অধিনায়ক হওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো নান্নু। তিনি বলেন ,’ আসলে কি আমরা এই নিয়ে এক্ষুণি ভাবছি না। আর মোসাদ্দেককে তো অধিনায়কত্ব দেওয়ার প্রশ্নেই আসে না।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে