বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ১২:৪৯:১২

টপ অর্ডার ব্যাটসম্যান জাতীয় দলে ডাক পেল লেগ স্পিনার হিসাবে!

টপ অর্ডার ব্যাটসম্যান জাতীয় দলে ডাক পেল লেগ স্পিনার হিসাবে!

স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৩৯ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। এ ম্যাচেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে শরীয়তপুরের ছেলে আমিনুল ইসলাম বিপ্লবের।

টপ অর্ডার ব্যাটসম্যান জাতীয় দলে ডাক পেল লেগ স্পিনার হিসাবে! প্রথমশ্রেণীর ক্রিকেটে না খেলেই জাতীয় দলের জার্সি গায়ে দিয়েছেন আমিনুল। অন্যদিকে বয়সভিত্তিক ক্রিকেটে খেলেছেন টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে। সে আমিনুলই জাতীয় দলে সুযোগ পেলেন লেগ স্পিনার হিসেবে।

আরেক বাঁহাতি স্পিনার তাইজুলের পরিবর্তে দলে জায়গা পান আমিনুল। হতাশ করেননি দলকে। আস্থার প্রতিদান দিয়েছেন তিনি। ৪ ওভার বল করে মাত্র ১৮ রান খরচ করে তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ ২ উইকেট।

ম্যাচে বাংলাদেশের ১৭৫ রানের জবাবে আমিনুলসহ অন্যান্য বোলারদের তাণ্ডবে ১৩৬ রানেই গুঁটিয়ে যায় জিম্বাবুয়ে। ফলে ৩৯ রানের জয় দিয়ে এক ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে