সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫, ০৬:৩৯:০২

সেদিন যেকারণে বিছানায় পড়ে সারাক্ষণ কেঁদেছিলেন মেসি

সেদিন  যেকারণে বিছানায় পড়ে সারাক্ষণ কেঁদেছিলেন মেসি

স্পোর্টস ডেস্ক: ক্লাব বিশ্বকাপে তলপেটের ব্যথার কারণে সেমি-ফাইনাল খেলা হয়নি বার্সেলোনার সেরা তারকা ফুটবলার নিওলেন মেসি। এখন আর ব্যথা নেই। চোট ও ব্যথার জন্য সেমিফাইনাল না খেলতে পারলেও ফাইনাল ম্যাচটি খেলে নতুন ইতিহাস সৃষ্টি করেন আবেথমথিত হয়ে পড়া মেসি। ফাইনালে রিভার প্লেটকে ৩-০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপ জিতে নিয়েছেন তার ক্লাব বার্সেলোনা। সে ম্যাচে সতীর্থ সুরারেজের জোড়া গোল এবং মেসির একটি গোলের জন্য তৃতীয়বারের মতো ক্লাব কাপ ঘরে তুলে বার্সা। ক্লাব বিশ্বকাপ জয়ের পরে মেসি বলেন, ফাইনাল ম্যাচের সময় কোনো ব্যথা ছিল না তার। তবে সেইফাইনাল ম্যাচের আমার তলপেটের ব্যথার কারণে গোটাদিন বিছানায় পড়ে কেঁদে ছিলাম। এরপরে দিন আমার কিডনি থেকে একটি পাথর বের হয়। এই দিনটি আমার কাছে সবচেয়ে সরণীয় হয়ে থাকবে। ফাইনাল ম্যাচে ব্যথা প্রসঙ্গে মেসি বলেন, আমি প্রচণ্ড ব্যথায় কাবু ছিলাম। ফাইনালে দ্বিতীয়ার্ধে সামান্য সমস্যা হচ্ছিল। কিন্তু পায়ে কোনও ব্যথা অনুভব করিনি। ক্লাব বিশ্বকাপ জয়ের প্রসঙ্গে মেসি বলেন, ‘ প্রতিটি ট্রফি জিতে আমি আনন্দ পাই। এটা একটা বিশেষ জয়। ক্লাবের হয়ে ইতিহাস গড়তে পেরে আমি খুশি। ফের ক্লাবের হয়ে ট্রফি জিততে চাই। ২১ ডিসেম্বর,২০১৫/ এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে