সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫, ০৭:১৯:২০

৪০ বছর পর আইসিসির কাছে নিউজিল্যান্ডকে সম্মানিত করলেন উইলিয়ামসন

৪০ বছর পর আইসিসির কাছে নিউজিল্যান্ডকে সম্মানিত করলেন উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ৪০ বছর ধরে পর আইসিসির টেস্ট র‌্যাংঙ্কিংয়ে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে স্থানের দেখা মেলেনি। অবশেষ আজ হ্যামিলটনে সেঞ্চুরি করে দেশকে টেস্ট সিরিজ জেতানোর পাশাপাশি আইসিসি র‌্যাংঙ্কিংয়ে এক নাম্বারে উঠে এলেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। ১৯৭৫-এ শেষবার গ্লেন টার্নার র‌্যাংঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় এক নাম্বারে উঠেছিলেন। এদিন ৪০ বছরের রেকর্ড ভাঙলেন উইলিয়ামসন। চলতি বছরে ১১৪৭ রান করে দুরন্ত ফর্মে রয়েছেন ২৫ বছরের ডানহাতি কিউই ব্যাটসম্যান। সোমবার সেডন পার্কে টেস্ট ক্রিকেটে তাঁর ১৩ নম্বর সেঞ্চুরিটি করেন উইলিয়ামসন। দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের জো রুট এবং তিন নাম্বারে প্রোটিয়া ব্যাটসম্যান এবি ডি- ভিলিয়ার্স। টেস্ট বোলার হিসেবে শীর্ষে রয়েছেন ডেল স্টেইন। দুই নাম্বারে ভারতের রবিচন্দ্রন অশ্বিন এবং তিন নাম্বারে ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। ২১ ডিসেম্বর,২০১৫/ এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে