 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
স্পোর্টস ডেস্ক : চলতি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল এরই মধ্যে নিশ্চিত করেছে বাংলাদেশ-আফগানিস্তান। আজ গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নেমেছিল এই দুইদল। সেই ম্যাচে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ দল।
দলের জয়ের পিছনে সবচেয়ে বেশি অবদান রেখেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট হাতে একাই লড়েছেন তিনি। ৪৫ বলে ৮ চার ও ১ ছয়ে ৭০ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।
সেই সঙ্গে দারুণ এক রেকর্ড গড়েছেন সাকিব। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এখন সবচেয়ে বেশি রান তার। এতদিন এই রেকর্ড ছিল ওপেনার তামিম ইকবালের। আজকের ম্যাচে মাঠে নামার আগে এই রেকর্ড থেকে ৫৯ রান পিছিয়ে ছিলেন সাকিব। ৭০ রানের ইনিংস খেলে তামিমকে টপকে এখন শীর্ষে উঠে গেছেন সাকিব।