শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯, ১১:০৬:১০

এক ম্যাচেই বল হাতে দুই রেকর্ডের পাশাপাশি ব্যাট হাতে আরো দুটি রেকর্ড সাকিবের!

এক ম্যাচেই বল হাতে দুই রেকর্ডের পাশাপাশি ব্যাট হাতে আরো দুটি রেকর্ড সাকিবের!

স্পোর্টস ডেস্ক  চলতি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল এরই মধ্যে নিশ্চিত করেছে বাংলাদেশ-আফগানিস্তান। আজ গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নেমেছিল এই দুইদল। সেই ম্যাচে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ দল।

এক ম্যাচেই বল হাতে দুই রেকর্ডের পাশাপাশি ব্যাট হাতে আরো দুটি রেকর্ড সাকিবের! এদিন বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। বল হাতে মোহাম্মদ নবীকে ফেরানোর মাধ্যমে টি-টোয়েন্টিতে চতুর্থ বোলার হিসেবে ৩৫০ উইকেট শিকার করার রেকর্ড গড়েন সাকিব। সাকিবের আগে এই মাইলফলক স্পর্শ করেছেন ডোয়াইন ব্রাভো, লাসিথ মালিঙ্গা ও সুনীল নারাইন।

একইসঙ্গে ডোয়াইন ব্রাভোর পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই ফরম্যাটে ৪৫০০ বা এরচেয়ে বেশি রান ও ৩৫০ উইকেটের ডাবল পূর্ণ করার কীর্তি অর্জন করেছেন সাকিব। বল হাতে দুই রেকর্ডের পাশাপাশি ব্যাট হাতে আরো দুটি রেকর্ড গড়েন সাকিব।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে