 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
স্পোর্টস ডেস্ক : ক্রিকেট ইতিহাসে সাকিবঅনন্য আরো একটি রেকর্ডে নাম লেখালেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসের চতুর্থ ক্রিকেটার হিসেবে ৩৫০ নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি। সেই সাথে ৪৫০০+ রান ও ৩৫০+ উইকেট নেওয়ার এলিট ক্লাবে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নাম লেখালেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।
১ উইকেট দুরে থাকতে আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামেন সাকিব। ইনিংসের ১৩তম ওভারে বোলিংয়ে এসে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীকে এলবিডব্লুর ফাঁদে ফেলে ৩৫০তম উইকেট শিকার করেন সাকিব।
বাঁহাতি এই অলরাউন্ডারের আগে টি-টোয়েন্টিতে ৩৫০ উইকেট লাভের কীর্তি অর্জন করেছেন মাত্র তিনজন। ডোয়াইন ব্রাভো, লাসিথ মালিঙ্গার পর এই এলিট ক্লাবে নাম লিখিয়েছেন সুনীল নারাইন। চতুর্থ বোলার হিসেবে এ রেকর্ডে নাম লেখালেন সাকিব।
 
  
                             
                                    
                 
  
                             
                                    
                 
  
                             
                                    
                 
  
                             
                                    
                