রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯, ১২:৩৩:২৮

হতাশ করেন আফগান ম্যানেজার, জোর দিয়ে কিছু বলতে পারেননি তিনিও

হতাশ করেন আফগান ম্যানেজার, জোর দিয়ে কিছু বলতে পারেননি তিনিও

স্পোর্টস ডেস্ক : ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে রশিদ নিজে বলেন, ‘আশা করছি আমি দ্রুতই ইনজুরি কাটিয়ে উঠতে পারব। এটা এখন খানিক জটিল মনে হচ্ছে। তবে ফাইনালের আগে ঠিক হয়ে যাওয়া উচিৎ। আমি চাচ্ছিলাম যে মাঠে গিয়ে বোলিং করে দেখি, কেমন হয়। আমার মনে হয় এখন ৫০-৬০ ভাগ ঠিক আছে।’

রশিদের এমন উত্তরে সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই। তাই পরবর্তীতে সংবাদ সম্মেলনে নেয়া হলো আফগানিস্তানের টিমে ম্যানেজার নাজিম জার আব্দুর রহিম জাইয়ের সাহায্য। তাকে জিজ্ঞেস করা হলো রশিদ খানের ইনজুরি আপডেটের বিষয়ে। তবে হতাশ করেন আফগান ম্যানেজার। জোর দিয়ে কিছু বলতে পারেননি তিনিও।

উপস্থিত সাংবাদিকদের আফগান ম্যানেজার বলেন, ‘আমি এখনই বলতে পারছি না রশিদ খান ফাইনাল খেলতে পারবে কি-না। সে ভালো করছে এবং আমরা অপেক্ষায় আছি সামনে কী হয় দেখার জন্য। আমাদের হাতে ২-৩ দিন সময় আছে। আমি আশা করছি ইনজুরিটা গুরুতর কিছু নয়। সে আমাদের অধিনায়ক এবং দলের অতি গুরুত্বপূর্ণ খেলোয়াড়। যেকোনো সিদ্ধান্ত নেয়ার আগে আমরা ভালোভাবে তার ইনজুরি অবস্থা পর্যবেক্ষণ করব।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে