রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:১৬:৪২

তামিম ১৫৫৬, সাকিব ১৫৬৭ ও মাহামুদুল্লাহ ১৩৭৭!

তামিম ১৫৫৬, সাকিব ১৫৬৭ ও মাহামুদুল্লাহ ১৩৭৭!

স্পোর্টস ডেস্ক : তামিম ১৫৫৬, সাকিব ১৫৬৭ ও মাহামুদুল্লাহ ১৩৭৭! আফগানিস্তানের বিপক্ষে টানা চার টি-টোয়েন্টিতে হারার পর অবশেষে জয় পেয়েছে বাংলাদেশ। আর এই ম্যাচের জয়ের নায়ক ৪৫ বলে ৮টি চার ও এক ছক্কায় অপরাজিত ৭০ রানের লড়াকু ইনিংস খেলার মধ্য দিয়ে তামিম ইকবালকে ছাড়িয়ে নতুন উচ্চতায় সাকিব আল হাসান। সাকিব আল হাসান এখন এ টি-টোয়েন্টতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রহের মালিক।

শনিবার আফগানদের বিপক্ষে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নামার আগে টি-টোয়েন্টিতে ১৫০০ রান সংগ্রহের জন্য সাকিবের প্রয়োজন ছিল মাত্র ৩ রান। এদিন ৭০ রানের লড়াকু ইনিংস খেলার মধ্য দিয়ে দেশসেরা ওপেনার তামিম ইকবালকে ছাড়িয়ে রেকর্ড গড়েন সাকিব।

টি-টোয়েন্টিতে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে রান সংগ্রহের শীর্ষে সাকিব। ৭৬ ম্যাচে ৯টি ফিফটির সাহায্যে তার সংগ্রহ ১৫৬৭ রান। অন্যদিকে তার চেয়ে ৫ ম্যাচ কম খেলে ১টি সেঞ্চুরি আর ৬টি ফিফটির সাহায্যে ১ হাজার ৫৫৬ রান সংগ্রহ করেছেন তামিম ইকবাল।

এই তালিকায় বাংলাদেশে তৃতীয় পজিশনে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৮০ ম্যাচ থেকে তার সংগ্রহ ৪ ফিফটিতে ১ হাজার ৩৭৭ রান। ৮১ ম্যাচে ১ হাজার ২০১ রান সংগ্রহ করে চার নম্বর পজিশনে মুশফিকুর রহিম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে