মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯, ১১:২৩:০৫

অবশেষে চার পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ!

অবশেষে চার পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ!

স্পোর্টস ডেস্ক : অবশেষে চার পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ! চট্টগ্রামে শেষ ম্যাচেও ছিল চার পেসার খেলানোর পরিকল্পনা। হোটেল র‌্যাডিসন ব্লু থেকে বাসে করে মাঠে যাওয়ার আগেও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন  চার পেসার খেলানোর কথা বলেছিলেন। পরে মাঠে গিয়ে সে সিদ্ধান্ত রদবদল হয়। চার পেসারের বদলে তিন পেসার নিয়েই মাঠে নামে বাংলাদেশ।

ঠিক ফাইনালের আগেও আবার চার পেসার ফর্মুলা নিয়ে যত কথা। এবার আর প্রধান নির্বাচক নান্নু নন, স্বয়ং হেড কোচ রাসেল ডোমিঙ্গের মুখের কথা, আফগানদের সাথে মঙ্গলবারের ফাইনালে ১২ জনের দলে থাকবেন ৪ পেসার, সাইফউদ্দীন, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম আর রুবেল হোসেন।

ফাইনালে মাঠ নামার আগ মুহুর্তে বাংলাদেশ দলে এক পরিবর্তন! যে কথা সেই কাজ। সত্যি সত্যিই ফাইনালের জন্য যে ১২ জনের দল সাজানো হয়েছে, তাতে আছেন ৪ পেসার। মানে আগে খেলা সাইফউদ্দীন, মোস্তাফিজ আর শফিউলের সাথে রুবেলকেও বিশেষ বিবেচনায় রাখা হয়েছে। এর অর্থ ১৫ জনের দল থেকে নেই ওপেনার নাঈম শেখ, বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম আর হাতের তালু ও আঙ্গুলে ব্যাথা পাওয়া লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে