সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫, ০৯:৫৩:২৮

পাকিস্তান সুপার লিগে দল পাওয়া খবরে খুশিতে যা বললেন তামিম

পাকিস্তান সুপার লিগে দল পাওয়া খবরে খুশিতে যা বললেন তামিম

স্পোর্টস ডেস্ক: সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর। বাংলাদেশের এই ঘরোয়া টি২০ টুর্নামেন্টে ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন তামিম ইকবাল। বিপিএলে চিটাগং ভাইকিংসের হয়ে দেশি খেলোয়াড়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহও করেন তিনি। তাই পাকিস্তান প্রিমিয়ার লিগের (পিএসএল) দল পাওয়া নিয়ে বেশখানিকটা আত্মবিশ্বাসী ছিলেন তামিম ইকবাল। সোমবার পিএসএলের দল পেশোয়ার জালমি বাংলাদেশের এই মারকুটে ওপেনারকে দলে টেনেছে। গোল্ড ক্যাটাগরিতে আগেই পিএসএলে তালিকাভুক্ত হয়েছিলেন তামিম। এই ক্যাটাগরির পূর্ব নির্ধারিত মূল্য হিসেবে তিনি পাবেন প্রায় ৩৮ লাখ টাকা (৫০ হাজার ডলার)। পিএসএলে দল পাওয়া খরব শোনে তামিম বলেন, পেশোয়ার জালমি আমাকে নেয়ায় তাদেরকে ধন্যবাদ। একই সঙ্গে আমি সত্যিই শিহরিত। তাই এখন চেষ্টা থাকবে ওই দলের হয়ে ভালো পারফর্ম করা। তবে থার্ড বিপিএলে যেহেতু আমি ভালো খেলেছি। তাই বিপিএলের ওই ধারাবাহিকতা অবশ্যই ধরে রাখার চেষ্টা করব। এর আগে ওয়েস্ট ইন্ডিজের সিপিএল, শ্রীলংকার এসএলপিএল, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ঘরোয়া টি২০তে খেলেছেন তামিম। আইপিএলে দলে থাকলেও খেলা হয়নি। তাই এবার পিএসএলে ব্যাট হাতে আলো ছড়াতে চান বাংলাদেশ দলের এই বাঁহাতি ওপেনার। দীর্ঘ সময় ধরে পরিকল্পনার পর অবশেষ আগামী বছর শুরু হতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। আগামী ৪ থেকে ২৩ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে হবে এই টুর্নামেন্ট। এতে অংশ নিচ্ছে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি। ২১ ডিসেম্বর,২০১৫/ এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে