সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫, ১০:১৬:৩৪

ভারতীয় ক্রিকেট বোর্ডকে আইসিসির হুঁশিয়ারি

ভারতীয় ক্রিকেট বোর্ডকে আইসিসির হুঁশিয়ারি

স্পোর্টস ডেস্ক: নাগপুরের পিচের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে হুঁশিয়ার করে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কিছু দিন আগে এই মাঠে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে অনুষ্ঠিত টেস্ট ম্যাচ নিয়ে ব্যাপক সমালোচনার তৈরি হয়। পরে ম্যাচ রেফারির রিপোর্টের ভিত্তিতে পিচ পর্যালোচনা কমিটি মত দেয় যে, ওই পিচ টেস্ট খেলার জন্য যথেষ্ট উপযুক্ত ছিল না। তাই আইসিসি এক প্রেস বিজ্ঞপ্তির মধ্যে ভারত ক্রিকেট বোর্ডকে সতর্ক করে দেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগে কখনও এই পিচে খেলা নিয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি, তাই এবার শুধু সতর্ক করা হলো। আগে হলে এবার জরিমানা করা হতো। ওই টেস্টে ৪০ উইকেটের ৩৩টিই পায় স্পিনাররা। তিন দিনে শেষ হওয়া খেলায় কোন ব্যাটসম্যানই হাফ সেঞ্চুরি করতে পারেন নি। ২১ ডিসেম্বর,২০১৫/ এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে