সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫, ১০:২১:১৯

শেষ পর্যন্ত সেই তালিকায় রনি

শেষ পর্যন্ত সেই তালিকায় রনি

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ টি-টোয়েন্টি ও টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই ক্যাম্প শুরু করবে জাতীয় দলের ক্রিকেটাররা। সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর। এই আসরে টাইগাররা যথেষ্ট ঘাম ঝরিয়েছেন। সামনে আসছে কঠিন চ্যালেঞ্জ। আর হা হলো দু'টি বিগ টুর্নামেন্ট। অবশ্য এই দুই টুর্নামেন্টের আগে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও খেলতে পারে বাংলাদেশ। সব মিলিয়ে বছরের প্রথম চার মাস জাতীয় দল ব্যস্ততম সময় পার করবে। আগামী বছরের প্রথম সপ্তাহেই জাতীয় দলের ক্যাম্প শুরু করবে টিম ম্যানেজমেন্ট। গত ১৫ ডিসেম্বর বিপিএল শেষ হওয়ার পর জাতীয় দলের ক্রিকেটাররা বিশ্রামে আছেন। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ, এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে জাতীয় দলের নির্বাচক প্যানেল ২৪ সদস্যের প্রাথমিক দল ঠিক করেছেন। জাতীয় দলের ক্রিকেটারদের বাইরে বিপিএলে নজরকাড়া কয়েকজন ক্রিকেটারকেও ২৪ সদস্যের তালিকায় রাখা হয়েছে। আর শেষ পর্যন্ত এ তালিকায় বিপিএল মাতানো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার আবু হায়দার রনির নামও আছে। বিপিএলে দেশের হয়ে সর্বোচ্চ ২১ উইকেট পাওয়া আবু হায়দার রনির পারফরম্যান্সে এরই মধ্যে প্রশংসা করেছেন নির্বাচক প্যানেল। জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বিশ্বাস বাহাতি এ পেসার জাতীয় দলে খেলার যোগ্যতা রাখেন। ২১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে