মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫, ১২:৫৬:০৩

র‌্যাঙ্কিংয়ে সাকিবকে হারিয়ে শীর্ষে অশ্বিন

র‌্যাঙ্কিংয়ে সাকিবকে হারিয়ে শীর্ষে অশ্বিন

স্পোর্টস ডেস্ক: আইসিসি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে জায়গা করে নিলেন রবিচন্দ্রন অশ্বিন। সর্বোচ্চ ১২৪ রান-সহ ৩১.৬৮ গড়ের সুবাদে অলরাউন্ডারদের ক্রমতালিকায় এক নম্বরে অশ্বিন। তার পরেই রয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ৩-০য় জয়ের নেপথ্যে বড় ভূমিকা রয়েছে অফ-স্পিনার অশ্বিনের। চার ম্যাচে ৩১টি উইকেট নিয়েছেন ভারতের এই তরুণ অফ-স্পিনার। যার সুবাদে আইসিস-র বোলার ক্রমতালিকাতেও দু-নম্বরে উঠে এসেছেন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম জায়গাটি ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার পেস বোলার ডেল স্টেইন। বোলারদের প্রথম দশে রয়েছেন আর এক বাঁ-হাতি ভারতীয় স্পিনার, রবীন্দ্র জাডেজা। দক্ষিণ আফ্রিকার সঙ্গে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে ২৩ উইকেট নিয়েছেন জাডেজা। ব্যাটিংয়ের ক্রমতালিকায় নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন দু-ধাপ উঠে এসে ব্যাটিং শীর্ষে। গ্লেন টার্নারের পর আবার কোনও নিউজিল্যান্ড ব্যাটসম্যান ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এলেন। হ্যামিলটন টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যান অফ ম্যাচ পারফরমেন্সের কারণেই তিনি দু-ধাপ উঠে এসেছেন। টেস্টের শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা এবং দ্বিতীয় জায়গাটি ধরে রেখেছে ভারত। ২২ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে