মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫, ০৯:০০:০৩

ভারতকে সতর্ক করেছে আইসিসি

ভারতকে সতর্ক করেছে আইসিসি

স্পোর্টস ডেস্ক : পিচ পর্যবেক্ষণের ভিত্তিতে ভারতের নাগপুরের জামথা স্টেডিয়াম নিয়েই নতুন চিন্তা আইসিসির। গত নভেম্বরে এই মাঠে ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টেস্ট তিন দিনে শেষ হয়ে গিয়েছিল। যার পর আইসিসি ম্যাচ রেফারি জেফ ক্রো সরকারি রিপোর্টে পিচকে ‘খারাপ’ বলেছিলেন। ক্রোর রিপোর্টের সঙ্গে একমত আইসিসি। নাগপুরে অন্য কোনও আন্তর্জাতিক ম্যাচের উইকেট নিয়ে এ রকম রিপোর্ট জমা পড়েনি বলে ভারতীয় ক্রিকেট বোর্ডকে সতর্ক করেছে আইসিসি। ভারতীয় বোর্ড এই প্রসঙ্গে মন্তব্য না করলেও কর্তারা এর আগে নাগপুর পিচের সমর্থন করেন। এ দিকে ওই খারাপ পিচে খেলে আইসিসি-র র‌্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা অল রাউন্ডারের আসনে রবিচন্দ্রন অশ্বিন। ৩১.৬৮ ব্যাটিং গড় থাকা অশ্বিনের র‌্যাঙ্কিং পয়েন্ট ১২৪। তথ্য সূত্রঃ আনন্দবাজার ২২ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে