মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫, ০৯:১১:২২

সবার মন জয়ে রোজই ভালো খেলতে চান ইমরুল

সবার মন জয়ে রোজই ভালো খেলতে চান ইমরুল

স্পোর্টস ডেস্ক: শর্ট রান আর মাঠে বেশিক্ষন টিকে থাকার কারণে টেস্ট খেলুড়ের তকমাটা ইমরুলের নামের পাশে ভালো ভাবেই লেগে আছে। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগে জেদ করেই ঘোষণা দিয়েছিলেন, ‘প্রমান করবো আমিও টি-টোয়েন্টি খেলতে পারি’। হ্যা, তিনি প্রমান করেছেনও বটে। ফাইনাল ম্যাচসহ প্রতিটি ম্যাচে কোন না কোন ম্যাচে জ্বলে উঠছেন তিনি। বিপিএলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে হ্যামাস্ট্রিং ইনজুরিতে পড়েন ইমরুল। তবুও ব্যাথা নিয়েই অনেকটা সময় খেলে যান। এখন কেমন আছেন? এ নিয়ে কথা বলেন দেশের জনপ্রিয় দৈনিক এত্তেফাকের সঙ্গে। ইমরুলের বর্তমান অবস্থা কেমন। সে দিন কিভাবে ব্যাথা নিয়েও স্ট্রং স্কোর করে গেলেন। এমন প্রশ্নের উত্তরে কায়েস বলেন, ‘কীভাবে যে ওই সময় রানের জন্য দৌড়ালাম! পেইনকিলার ইনজেকশন নিয়েও ব্যথা কমছিলো না। ভয়াবহ ব্যথা করছিলো। কিভাবে যে জিদটা এলো! এটা আসলে বলে বোঝানো যাবে না। আমি একটা ব্যাপারই ভেবেছি—আমরা টুর্নামেন্ট জুড়ে ভালো খেলেছি, এই ম্যাচটা জিততেই হবে। শরীরে যা হয় হবে।’ এই যে বিপিএলে নিজেকে প্রমানের চেষ্টায় বাড়তি কোন চিন্তা বা চেষ্টা ছিলো কিনা? কায়েস বলেন, ‘কিছুটা মানসিক অ্যাডজাস্টমেন্ট ছিলো। গত দুটো বিপিএলে যেমন আমি শট নিয়ে খুব একটা ভাবিনি। ভেবেছি, সাধারণ যা খেলি, তাতেই রান আসবে। কিন্তু এই ফরম্যাট কিছু অ্যাডজাস্টমেন্ট ডিমান্ড করে।’ ভালো খেলার পরও ইমরুলের গায়ে টেস্ট ব্যাটসম্যান তকমা লেগে গেছে। আর এটি কি একটু আন্ডার রেটেড থাকার দায়ে?ইমরুলের সোজাসাপ্টা উত্তর, ‘মনে হয়। এটাকে আমার কপাল বলতে পারেন। আমার পারফরম্যান্স কারোরই মনে হয়, বেশিদিন মনে থাকে না। আমি অবশ্য এটার পজেটিভটাই দেখি। আমাকে মানুষের মনে থাকতে গেলে প্রতিটা সিরিজেই ভালো করতে হবে। আমার একটা সেঞ্চুরি অনেকদিন আমার হয়ে কথা বলবে না। ফলে রোজই ভালো খেলতে হবে। এটা তো আমার জন্য ভালো।’ ২২ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে