মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫, ১১:১৮:৪০

‘বাংলাদেশ শক্তিশালী ক্রিকেট জাতিতে পরিণত হচ্ছে’

‘বাংলাদেশ শক্তিশালী ক্রিকেট জাতিতে পরিণত হচ্ছে’

স্পোর্টস ডেস্ক: আগামী বছরের ফেব্রুয়ারিতে দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বেশ কয়েকজন বাংলাদেশি তারকা খেলোয়াড়। টুর্নামেন্টটিতে সাকিব-তামিম ছাড়াও খেলবেন মুস্তাফিজ ও মুশফিকরা। সাকিব -তামিম এর আগে বেশ কয়েকটি বিদেশি টুর্নামেন্ট খেললেও বাংলাদেশি তরুণ উদীয়মান মুস্তাফিজুর রহমানের জন্য টুর্নামেন্টটি একেবারেই নতুন। আর এই ব্যাপারটাকে অনেক বড় করে দেখছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ। ফারুক আহমেদের মতে এটা শুধু মুস্তাফিজের জন্যই নয়, বাংলাদেশের জন্যও এটা বড় ব্যাপার।, ‘শুধু মুস্তাফিজের জন্য নয়, এটা পুরো দেশের জন্য ভালো।’ এটাকে বাংলাদেশের ক্রিকেটের উন্নতির ফসল হিসেবে দেখছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক, ‘ নিদ্বের্ধায় বলা যায় আমরা একটা শক্তিশালী ক্রিকেট জাতিতে পরিণত হচ্ছি।’ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুস্তাফিজের স্থান পাওয়ার বিষয়টি নিয়ে জাতীয় দলের আরেক নির্বাচক হাবিবুল বাশার বলেন , ‘খুবই ভালো বোলার। আশা করি ভবিষ্যতে ও আরো ভালো করবে। এখনো তো ও শিখছে। এসব জায়গায় খেললে ক্রিকেটে ভালো করতে ওকে আরো সাহায্য করবে। বড় বড় খেলোয়াড়দের সাখে খেলবে অনেক কিছু শিখবে। সবদিক দিয়ে ওর জন্য খুব ভালো হবে।’ ২২ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে