মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫, ১১:৪৯:২২

দুই ভায়রা ভাইয়ের ভাগ্য নির্ধারণী আজ

দুই ভায়রা ভাইয়ের ভাগ্য নির্ধারণী আজ

স্পোর্টস ডেস্ক: আগামী বছর ফেব্রুয়ারীতে মাঠে গড়াতে যাচ্ছে পাকিস্তানের জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট আসর পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। টুর্নামেন্ট উপলক্ষ্যে ২ দিনব্যাপী প্লেয়ার ড্রাফটের ১ম দিনের ড্রাফট অনুষ্ঠিত হলো সোমবার। আজ মঙ্গলবার শেষ দিন। প্রথম দিন দল পেয়েছেন বাংলাদেশি তিন ক্রিকেটার সাকিব-তামিম ও কাটার মুস্তাফিজ। প্লাটিনাম ক্যাটাগরির বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসানকে ডেকে নেয় করাচি কিংস। তিনি খেলবেন সাবেক পাকিস্তান দলের অধিনায়ক শোয়েব মালিকের সঙ্গে। আর অন্যদিকে তরুণ উদীয়মান পেসার মুস্তাফিজুর রহমান খেলবেন ক্রিস গেইলের সঙ্গে লাহোর কালান্ডার্সের হয়ে। আর তামিমকে নেয় শহিদ আফ্রিদির দল পেশোয়ার জালমি। প্লেয়ার্স ড্রাফটের তালিকায় থাকা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এখনও দল পাননি গোল্ড ক্যাটাগরিতে থাকা মুশফিকুর রহিম, সৌম্য সরকার ও শাহরিয়ার নাফিস। প্লেয়ার্স ড্রাফটের প্রথম পর্ব সোমবার লাহোরে সম্পন্ন হয়। এতে প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার ও ইমার্জিং- এই পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয় ক্রিকেটারদের। পাঁচটি ক্যাটাগরির মধ্যে সোমবার কেবল প্লাটিনাম, ডায়মন্ড ও গোল্ড’র প্লেয়ার্স ড্রাফট সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার সিলভার ও ইমার্জিং ক্যাটাগরিতে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ‘সিলভার’ ক্যাটাগরিতে আছেন ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয় ও মুমিনুল হক। আগামীকাল নির্ধারণ হবে এ চার ক্রিকেটারের ভাগ্য। প্রথম দিনে পাঁচটি ফ্যাঞ্চাইজি ৯ জন করে ক্রিকেটার দলে ভেড়ায়।আরো ১১ জন করে খেলোয়াড় দলে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। ক্যাটাগরি অনুযায়ী ক্রিকেটারদের মূল্য নির্ধারণ করে বিপিএলের মতো লটারির মাধ্যমে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। ২২ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে