শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯, ০১:৫৭:২২

বিপিএলে লেগস্পিনারের সঙ্গে ‘বাধ্যতামূলক’ হচ্ছে ১৪০ কি.মি. গতির পেসার

বিপিএলে লেগস্পিনারের সঙ্গে ‘বাধ্যতামূলক’ হচ্ছে ১৪০ কি.মি. গতির পেসার

স্পোর্টস ডেস্ক: বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরের খেলা চলতি বছরের ডিসেম্বরে মাঠে গড়াবে। এবারের বিপিএলে কোনো ফ্রাঞ্চাইজি থাকবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থায়নে হবে এবারের বিপিএল।

এবারের বিপিএল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে টুর্নামেন্টটি করার সিদ্ধান্ত হয়েছে। এদিকে আজ স্পন্সর পার্টনারদের সঙ্গে বৈঠকে বসেছিল বিপিএলের গভর্নিং কাউন্সিল। সেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে-

১। বিপিএলের এবারের আসরকে সামনে রেখে আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। যদিও এটা ২২ অক্টোবর হওয়ার কথা ছিল। কিন্তু এবার তা পিছিয়েছে।

২। মোট ৩৯৭ জন খেলোয়াড় নিবন্ধন হয়েছে। যার মধ্যে ৩০০ বেশি বিদেশি খেলোয়াড়।৩। প্রত্যেক দলই বিদেশি কোচ থাকবে। দেশি কোচরা সহকারি কোচ হিসেবে থাকবেন।

৪। বিপিএলের প্রত্যেক দলে একজন লেগস্পিনার খেলানো বাধ্যতামূলক।৫। প্রত্যেক দলেই একজন বিদেশি ফাস্ট বোলার রাখতে হবে। যার বলের গতি থাকবে ঘন্টায় ১৪০ কিলোমিটারের বেশি।৬। বিপিএল আইপিএলের আদলে হবে না। হবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের আদলে।৭। স্পন্সর পার্টনার থাকবে। জাতীয় দলের যেমন থাকে, ঠিক তেমনই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে