মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫, ১২:৩৭:১৩

৭০০ টাকা বাজি ধরে নিষিদ্ধ হলেন অস্ট্রেলিয়ার মাঠ কাঁপানো ক্রিকেটার

৭০০ টাকা বাজি ধরে নিষিদ্ধ হলেন অস্ট্রেলিয়ার মাঠ কাঁপানো ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: স্পোট ফিক্সিং থেকে ক্রিকেটকে কিছুতেই যেন মুক্ত করা যাচ্ছে না। ফিক্সিংয়ে জড়িয়ে পড়ায় পাকিস্তানের বেশ কিছু ক্রিকেটারকে নিষিদ্ধের ঘটনা চোখের সামনে এখনও জলজল করে। এবার ক্রিকেটে আজব এক শাস্তি পেলেন অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দলের এক ক্রিকেটার। তিনি ক্রিকেট নিয়ে বাজি ধরেছিলেন মাত্র ৯ডলার। অর্থ্যাৎ যা বাংলাদেশি টাকায় প্রায় ৭০০টাকার মতো। গত মার্চে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচের সেরা খেলোয়াড়ের ওপর ছিল এই বাজি। কিন্তু ভুল করেছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার অ্যাঞ্জেলা রিকেস। ওই ৯ ডলারের বাজির কারণেই ক্রিকেট অস্ট্রেলিয়া তার বিরুদ্ধে শাস্তির ঘোষণা দিয়েছে। দুই বছরের স্থগিত নিষেধাজ্ঞা দেয়া হয়েছে অ্যাঞ্জেলাকে। সেই সাথে আছে অফিসিয়াল হুশিয়ারী। এছাড়া আগামী বছর ক্রিকেট অস্ট্রেলিয়ার দুর্ণীতি বিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে অন্য ক্রিকেটারদের শিক্ষার কাজও করতে হবে। অ্যাঞ্জেলা নারীদের বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সের খেলোয়াড়। এই ২৭ ডিসেম্বর বয়স হবে ২৫। নিউ সাউথ ওয়েলসের অল রাউন্ডার তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়ার ন্যায়পরায়নতা ইউনিটের প্রধান ইয়ান রয় জানিয়েছেন, "সব এলিট ক্রিকেটারকে নিয়মিত মনে করিয়ে দেয়া হয় যে ক্রিকেটের যে কোনো পর্যায়ে বেটিং কঠোরভাবে নিষিদ্ধ। অ্যাঞ্জেলা জানে, এই বাজি ধরে সে বড় ভুল করেছে। তার ভুলের কথা সে স্বীকারও করেছে। তদন্তে সহায়তা করেছে সে। আমাদের বিশ্বাস, তার শাস্তিটা যথাযোগ্য।" ২২ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে