মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫, ০১:০৭:১১

মাঠে নামছে ভারত-পাকিস্তান, যে দেশকে এগিয়ে রাখলেন ইনজামাম

মাঠে নামছে ভারত-পাকিস্তান, যে দেশকে এগিয়ে রাখলেন ইনজামাম

স্পোর্টস ডেস্ক : ফের মাঠে নামছে ভারত ও পাকিস্তান। দেখতে দেখতেই হাজির হচ্ছে কোটি কোটি ক্রিকেটপ্রেমীদের সে ক্ষণ। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৯ মার্চ মাঠে নামবে বহুল আলোচিত ভারত ও পাকিস্তান। পাকিস্তান ও ভারতের ক্রিকেট লড়াই শুধু ক্রিকেটের মধ্যে থাকে না। রাজনৈতিক আবহ যোগ দেয় এখানে। এ জন্যই খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে দুই দেশের লড়াইটা। দর্শকদের বাড়তি আগ্রহ থাকে ভারত ও পাকিস্তানের ক্রিকেট লড়াই দেখার জন্য। পাকিস্তানের সাবেক গ্রেট ক্রিকেটার ইনজামাম উল হক মুখ খুলেছেন অনুষ্ঠিতব্য এই লড়াই নিয়ে। ইনজামামের বক্তব্যে হতাশ হবে পাকিস্তানের ক্রিকেট ভক্তরা। কেননা ইনজামাম এই ম্যাচের জন্য এগিয়ে রেখেছেন ভারতকে। ইনজামাম বলেন, ভারত খুবই শক্তিশালী টিম। পাকিস্তানের বিপক্ষে নিজেদের সেরা টিম নিয়েই মাঠে নামবে ভারত। বিশ্বকাপে ভারতের বিকক্ষে কোনো ম্যাচে জয় পায়নি পাকিস্তান। সে দিক থেকে এবারও ভারতকে এগিয়ে রাখেন ইনজামাম উল হক। পরে ইনজামাম আশা প্রকাশ করে বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে দুই দেশের ক্রিকেটে নতুন সম্পর্ক যোগ হতে পারে। অর্থাৎ দুই দেশের ক্রিকেট বোর্ড একই সিদ্ধান্তে আসতে পারে। ২২ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে