শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯, ০৯:৫৩:১৭

শুরুটা ভালো করেও সুন্দর পরিণতির আগেই থেমে গেলেন মুশফিক

শুরুটা ভালো করেও সুন্দর পরিণতির আগেই থেমে গেলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক : জাতীয় লিগের প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনের সবচেয়ে উজ্জ্বল মুশফিকুর রহিম ও আরাফাত সানি। ফতুল্লায় আজ মুশফিকুর রহিম আভাস দিয়েছিলেন তিন অঙ্ক ছোঁয়ার। ভালোভাবেই এগোচ্ছিলেন কিন্তু মুশফিক থেমে গেলেন সুন্দর পরিণতির আগেই।

ভারত সফরের প্রস্তুতি হিসেবে এবার বাংলাদেশ দলের বেশির ভাগ খেলোয়াড় খেলছেন জাতীয় লিগের প্রথম দুটি রাউন্ড। ঢাকা বিভাগের বিপক্ষে ইনিংসটা ভালোভাবে শেষ না করার আফসোস থাকতে পারে তার, তবে এ রাউন্ডের প্রথম দুদিনের পারফরম্যান্সে সবচেয়ে উজ্জ্বল মুশফিকই। 

ফতুল্লায় শুভাগত হোমের বলে রকিবুল হাসানের ক্যাচ হওয়ার আগে করেছেন ৭৫ রান। উইকেটে ১৬১ মিনিট থেকে যে স্ট্রোক খেলেছেন সেটি তার বাউন্ডারি সংখ্যাই বলে দিচ্ছে। ৭টি চারের সঙ্গে মেরেছেন ৩টা ছক্কা। স্ট্রাইকরেট প্রায় ৭০-এর কাছাকাছি। মুশফিক শুরু করেছিলেন দারুণ, দিনটা শেষ করে আসতে পারলে হয়তো দেখা পেতেন সেঞ্চুরি।

অন্যদিকে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের লড়াইয়ে আরাফাত সানির ঘূর্ণিতে ঢাকা মহানগরের বিপক্ষে ২৯০ রানে অলআউট চট্টগ্রাম বিভাগ। সানি পেয়েছেন ৮৭ রানে ৬ উইকেট। চট্টগ্রামের শেষ ব্যাটসম্যান হিসেবে তাসামুল হক যখন আউট হয়েছেন তাঁর রান ৯০।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে