রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯, ১০:১২:০৬

শেষ পর্যন্ত ৬-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ল আর্জেন্টিনা

শেষ পর্যন্ত ৬-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ল আর্জেন্টিনা

শেষ পর্যন্ত ৬-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ল আর্জেন্টিনা। বল পায়ে মেসির পায়ের জাদুর কথা সবারেই জানার কথা। তবে মেসিবিহীন আর্জেন্টিনা দলের কথা যে ভাবেই হয়না। তবে এবার সেই মেসি, আগুয়েরোবিহীন আর্জেন্টিনা দল যে এবার ইকুয়েডেরকে উড়িয়ে দিলো ৬-১ গোলেই। আর এমন জয়ে আর্জেন্টিনা পুরো দলের অবদানের কথা যেন বলাই যায়।

এই আর্জেন্টিনা দলেই যেন ২-২ গোলে ড্র করে জার্মানির বিপক্ষে। জার্মানির বিপক্ষে ড্র করা আর্জেন্টিনা এই ইউং দল এবার যে ইকুয়েডুরের বিপক্ষেই যে পরপর ৩ গোল করলো। আর এই ম্যাচে প্রথম গোলটি করেন আলারিও। ম্যাচের ২০ মিনিটের মাথায় এই গোলটি করেন তিনি। এই ম্যাচে কর্ণার থেকেই হেডে গোল করেন তিনি।

এরপরেই পরপর ১২ মিনিটের ব্যবধানে হয় আরো দুইটি গোল। ইকুয়েডুরের নিজদের গোল নিজেরাকরেন হুয়ান। আর ৩য় গোলটি আর্জেন্টিনার হয়ে করেন পারদেজ। হাফ টাইমের পরেই ৬৬ মিনিটে গোল করেন পেজ্জেল। এরপরের গোলটি করেন ডমিনেজ। আর ৮৬ মিনিটে গোল করেন অকাম্পেস। এরপরের কিছু সময় ইকুয়োডের কাউন্টার অ্যাটাক চালালেও তারা ম্যাচ জিততে পারেনি। ফলে আর্জেন্টিনা দল ম্যাচটি জিতে ৬-১ গোলেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে